হোম /খবর /মোবাইল /
Flipkart ইলেকট্রনিক সেল: মাত্র ৬,২৪৯ টাকায় Realme Narzo 50i আর পাবেন না

Flipkart Electronics Sale: আজই শেষ হচ্ছে Flipkart ইলেকট্রনিক সেল! মাত্র ৬,২৪৯ টাকায় Realme Narzo 50i আর পাবেন না

যাঁরা এখনও এই সেল থেকে কেনাকাটা করবেন ভাবছেন, তাঁদের জন্য আজই শেষ সুযোগ মিলবে।

  • Share this:

Flipkart Electronics Sale: Flipkart-এ ইলেকট্রনিক সেলের আজ শেষ দিন! গ্রাহকদের কাছে এখনও সুবিধে রয়েছে আকর্ষনীয় দামে নামমাত্র খরচে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস কেনার। খুব কম দামে Flipkart গ্রাহকদের জন্য Samsung, Reality,  Redmi,  Motorola-র মতো স্মার্টফোনের অফার এনে দিয়েছে। যাঁরা এখনও এই সেল থেকে কেনাকাটা করবেন ভাবছেন, তাঁদের জন্য আজই শেষ সুযোগ মিলবে।

Flipkart-এ স্মার্টডিল অফারে গ্রাহকরা পাবেন Reality Narzo 50i। বাজারচলতি ৭,৯৯৯ টাকার পরিবর্তে এই ফোনটি মাত্র ৬,২৪৯ টাকায় পাওয়া যাচ্ছে Flipkart-এ। এই ডিভাইসে রয়েছে 5000mAh ব্যাটারির সুবিধে সহ ৬.৫-ইঞ্চি ডিসপ্লে। জেনে নেওয়া যাক ফোনটির স্পেসিফিকেশন কেমন!

Realme Narzo 50i স্মার্টফোনে গ্রাহকরা ৬.৫-ইঞ্চি ডিসপ্লের সুবিধে সহ 1600×720 পিক্সেল রেজোলিউশনের সুবিধেও পাবেন। এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৮৮.৭% এবং এতে 400nits-এর সর্বোচ্চ ব্রাইটনেস রয়েছে। এই স্মার্টফোনটি ২ জিবি + ৩২ জিবি এবং ৪ জিবি + ৬৪ জিবি এই দুটি ভ্যারিয়েন্টের সঙ্গে পাওয়া যাবে। প্রসেসরের ক্ষেত্রে বলা যায় এই ফোনটি 1.6GHz অক্টা-কোর চিপসেটে কাজ করে।

আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন

আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!

Android 11 OS ডিভাইসের ক্ষেত্রে কোম্পানি এই ফোনে Android 11-এর উপর ভিত্তি করে Realme UI Go-এর আপডেটেড ভার্সন নিয়ে এসেছে। এই ডিভাইসটিতে গ্রাহকরা ২  জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাবেন। ইন্টারনাল স্টোরেজের অপশন মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ক্যামেরা ফিচারে রিয়ালিটির এই বাজেট ফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ একটি সিঙ্গল ক্যামেরা রয়েছে। এতে ক্যামেরার ব্যবহারে ৮ মেগাপিক্সেল এবং ৪x ডিজিটাল জুম সেন্সরের সাপোর্ট রয়েছে। একই সঙ্গে ফ্রন্ট ক্যামেরার মধ্যে ৫ মেগাপিক্সেল ক্যামেরার সুবিধেও থাকছে। এছাড়াও গ্রাহকরা এই ফোনে 5000mAh ব্যাটারি সহ আল্ট্রা সেভিংস মোড এবং রিভার্স চার্জিংয়ের সুবিধে পাবেন। ইন্টারনেট কানেকটিভিটির জন্য ফোনে Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ ৪.২, ৩.৫mm হেডফোন জ্যাক এবং মাইক্রো ইউএসবি পোর্টের মতো আরও নানা সুবিধে থাকছে।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Flipkart, Realme