আজ থেকে শুরু জিও হাঙ্গামা অফার, জেনে নিন পাঁচটি অজানা তথ্য

Last Updated:

ফিচার ফোনের দুনিয়ায় জিও বিপ্লব। বাড়িতে পুরোন ফিচার ফোন থাকলে তার বদলেই মিলবে নতুন জিও ফোন। খরচ মাত্র পাঁচশো এক টাকা। কোটি কোটি ভারতীয়কে ডিজিট্যাল লাইফে অভ্যস্ত করতেই এই উদ্যোগ।

#মুম্বই:  ফিচার ফোনের দুনিয়ায় জিও বিপ্লব। বাড়িতে পুরোন ফিচার ফোন থাকলে তার বদলেই মিলবে নতুন জিও ফোন। খরচ মাত্র পাঁচশো এক টাকা। কোটি কোটি ভারতীয়কে ডিজিট্যাল লাইফে অভ্যস্ত করতেই এই উদ্যোগ। পোশাকি নাম মনসুন হাঙ্গামা অফার। সীমিত সময়ের এই অফার শুরু হবে আগামী একুশে জুলাই। নতুন জিও ফোনে আটটি ইনবিল্ড জিও অ্যাপ্লিকেশন থাকছে। যার মধ্যে জিও সিনেমা, জিও টিভি, জিও মিউজিকের মতো জনপ্রিয় অ্যাপগুলিও রয়েছে। অর্থাৎ, এই ফোনে সিনেমা ও লাইভ টিভি-র পাশাপাশি আনলিমিটেড মিউজিক ভিডিও-ও দেখা যাবে। আগামী পনেরোই অগাস্ট থেকে জিও ফোনে আরও চারটি নতুন অ্যাপ্লিকেশন-ও লঞ্চ হবে। এগুলি হল, হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইউটিউব ও গুগল ম্যাপ। এছাড়া, জিও ফোনে কাজ করবে ভয়েস কমান্ডও।
আজ বিকেল ৫টা থেকে শুরু হবে এই অফার ৷ যে কোনও ব্র্যান্ডের ফিচার ফোন এক্সচেঞ্জ করে পেতে পারেন নতুন জিও ফোন ৷ এই অফার পেতে Jio.com বা MYJIO অ্যাপে গিয়ে রেজিষ্টার করতে হবে ৷
advertisement
advertisement
জিও ফোনে মিলবে গুগলের ভয়েস অ্যাসিস্টেন্ট ৷ হিন্দি ও ইংরেজি দুটি ভাষাটেই এটা পরিষেবা মিলবে ৷ ন্যানো স্লিম স্লট ও একটি মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে ৷
জিও ফোনে মিলবে জি টিভির পরিষেবা ৷ ৪০০ বেশি চ্যানেল লাইভ দেখা যাবে ৷ পাশাপাশি থাকবে জিও মিউজিক ও জিও সিনেমা ৷
advertisement
নতুন ফোনে মিলবে ওয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবের পরিষেবা ৷
৪৯ বা ১৫৩ টাকার রিচার্জে মিলবে আনলিমিটেড কলিংয়ের পরিষেবা ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আজ থেকে শুরু জিও হাঙ্গামা অফার, জেনে নিন পাঁচটি অজানা তথ্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement