৫০ কোটি মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে জিওফোন, কী আছে এই ‘স্মার্ট-ফিচার’ ফোনে ?

Last Updated:

স্মার্টফোনের রমরমার যুগে সস্তায় ‘স্মার্ট ফিচার ফোন’ বাজারে আনার কথা ঘোষণা করে চমকে দিয়েছে জিও ৷

#কলকাতা: স্মার্টফোনের রমরমার যুগে সস্তায় ‘স্মার্ট ফিচার ফোন’ বাজারে আনার কথা ঘোষণা করে চমকে দিয়েছে জিও ৷ জিওফোনের আপগ্রেডেড হ্যান্ডসেট বাজারে আনার খবর চলতি মাসের গোড়াতেই ঘোষণা করেছে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী ৷ নতুন এই জিওফোন অনেক বেশি ফিচার্সযু্ক্ত ৷ কারণ এখানে থাকছে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক এবং গুগল ম্যাপের মতো জনপ্রিয় অ্যাপস ৷ জিও চ্যাটে ভয়েস মেসেজ, ইউটিউবে ভয়েস সার্চ, কলিং এবং অন্যান্য বিষয় ভয়েস ফিচার, সবকিছুই থাকছে নতুন এই জিওফোনে ৷
আগামী ১৫ অগাস্ট থেকেই নতুন জিওফোন বাজারে আনছে সংস্থা ৷ ওইদিন থেকেই হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের মতো অ্যাপগুলি পাওয়া যাবে জিওফোনে ৷ নতুন জিওফোন নেওয়ার জন্য সবচেয়ে ভাল অফার হল নিজের পুরোনো ফিচার ফোনের সঙ্গে এক্সচেঞ্জ অফার ৷ এই অফারে মাত্র ৫০১ টাকায় পাওয়া যাবে জিওফোন ৷ শিক্ষা থেকে বিনোদন সবই পাওয়া যাবে এক আঙুলের ছোঁয়ায় ৷
advertisement
১. আরও বেশি সংখ্যক মানুষ উন্নত প্রযুক্তি ব্যবহারে সক্ষম হবে
advertisement
স্মার্টফোন এদেশের সব মানুষের পক্ষে হয়তো ব্যবহার করা সম্ভব হয় না ৷ কিন্তু জিওর কম দামে এই স্মার্ট-ফিচার ফোনই ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে ৷ শহর থেকে প্রত্যন্ত গ্রামেও এখন মানুষ জিওফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন ৷ দেশের ৫০০ মিলিয়ন ( ৫০ কোটি) মানুষ এখনও ফিচার ফোন ব্যবহার করেন ৷ অনেক জায়গাতেই ইন্টারনেট পরিষেবা পৌঁছয়নি ৷ সেই ছবি এবার বদলাতে চলেছে জিও ৷ ইতিমধ্যেই আড়াই কোটিরও বেশি ভারতীয় জিওফোন ব্যবহার করছেন ৷ দেশের সব জায়গায় ডেটা পৌঁছে দেওয়াই জিও-র মূল লক্ষ্য ৷
advertisement
২. মনসুন হাঙ্গামা অফার
জিওফোনের মনসুন হাঙ্গামা অফারে অনেক বেশি লাভবান হতে চলেছেন গ্রাহকরা ৷ ২০ জুলাই থেকেই গ্রাহকরা তাদের যে কোনও ব্র্যান্ডের পুরোনো ফিচার ফোন এক্সচেঞ্জ করে নতুন জিওফোন নিতে পারবেন ৷ মাত্র ৫০১ টাকায় এই ফোন পাবেন তাঁরা ৷ তাই আর দেরি না করে নিজেদের পুরোনো ফিচার ফোন এক্সচেঞ্জ করে নতুন জিওফোন নেওয়ার কথা ভাবতেই পারেন ৷
advertisement
৩. আরও উন্নত অ্যাপ ইকোসিস্টেম
বিশ্বের সেরা এবং জনপ্রিয় অ্যাপসগুলি থাকবে নতুন এই জিওফোনে ৷ একটা স্মার্টফোনে যে অ্যাপগুলি থাকে, সেগুলি এবার জিও স্মার্ট ফিচার ফোনেও পাওযা যাবে ৷ আগামী ১৫ অগাস্ট থেকেই নতুন জিওফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মতো জনপ্রিয় অ্যাপগুলি পাওয়া যাবে ৷ এই ফোনের কলিং, ভয়েস কমান্ড ফিচারগুলিও অনেক ভাল ৷ উন্নত মানের ব্রাউজার, ভিডিও দেখা এবং গান শোনার জন্যও দারুণ এই জিওফোন ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৫০ কোটি মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে জিওফোন, কী আছে এই ‘স্মার্ট-ফিচার’ ফোনে ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement