ফের জোকার ম্যালওয়্যার হানা! আপনার মোবাইলে নেই তো এই ৩৬টি অ্যাপ, সর্বনাশ হওযার আগে এখনই করুন ডিলিট

Last Updated:

Malware Attack: প্লে স্টোর থেকে এই ৩৬টি সংক্রামিত অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে, রইল তালিকা

Malware Attack: বিপদের নাম ম্যালওয়্যার। বিপদের নাম অ্যাপ। গত এক দশকে ক্রমাগত স্মার্ট হয়েছে মুঠোবন্দি ফোনটি। দুনিয়া এসেছে তালুর ভিতর, একই সঙ্গে ঘাপটি মেরে ঢুকে বিপদ। এমনই আরও একটি বিপদ ঘনিয়ে এসেছে Android ব্যবহারকারীদের জীবনে। সৌজন্যে বেশ কয়েকটি অ্যাপ।
সূত্রের খবর Google Play Store থেকে কয়েক লক্ষ বার ডাউনলোড হওয়া অ্যাপের মধ্যে ঘাপটি মেরে রয়েছে ম্যালওয়্যার। Google Play Store-এর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকলেও সে সবের তোয়াক্কা করে না এই সব ম্যালওয়্যার-যুক্ত অ্যাপ। সব থেকে চিন্তার বিষয় হল সাধারণ মানুষ নিরাপদ ভেবে ক্রমাগত ডাউনলোড করে চলেছেন এ সব অ্যাপ। পরিসংখ্যান বলছে সারা বিশ্বের প্রায় ১ কোটি মানুষ এই ম্যালওয়্যার যুক্ত অ্যাপ ডাউনলোড করেছেন। কমবেশি প্রায় ৩৬টি অ্যাপের কথা জানা গিয়েছে যারা Android স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থাকে ঠুঁটো করে দিয়ে জাঁকিয়ে বসতে পারে সিস্টেমে। এ সব ম্যালওয়্যারে ছদ্মবেশগুলিও বেশ আকর্ষণীয়, কেউ ছবি এডিট করে তো কেউ ওয়ালপেপার, থিম বদলে দেয়। কেউ কেউ আবার ভার্চুয়াল কি বোর্ড হিসেবেও লুকিয়ে রেখেছে নিজেকে। কিন্তু শেষ পর্যন্ত এরা সকলেই ম্যালওয়্যার, যা মারাত্মক ক্ষতি করতে পারে ব্যবহারকারীর।
advertisement
আরও পড়ুন: ১৩টি নতুন মোবাইল প্ল্যানে বিনামূল্যে অ্যামাজন প্রাইম! দেখুন অসাধারণ এই অফার
সোশ্যাল মিডিয়ার দৌলতে স্মার্টফোনে নানা ধরনের পরিষেবা পেতে আগ্রহী হয়ে উঠেছে মানুষ। আর সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে ফোটো এডিটিং অ্যাপগুলি। নিজের ছবিতে নানা কারিকুরি করতে একের পর এক ফোটো এডিটিং অ্যাপ ডাউনলোড করে থাকেন অনেকেই। তাতেই লুকিয়ে থাকতে পারে বিপদ।
advertisement
advertisement
সূত্রের খবর, এ ধরনের অ্যাপগুলি বেশ কিছু ফিচার দেওয়ার কথা বলে। কিন্তু পরিবর্তে তারা বিজ্ঞাপন দেখাতে শুরু করে। শেষ পর্যন্ত ব্যবহারকারীকে ওই অ্যাপটি প্রিমিয়াম (Premium) পর্যায়ে সাবস্ক্রাইব (Subscribe) করতে বাধ্য করে। শুধু তাই নয়, এ ধরনের অ্যাপগুলি সোশ্যাল মিডিয়া থেকে তথ্য সংগ্রহের কাজও করে থাকে। এর মধ্যে সব থেকে বেশি হচ্ছে ফোটো এডিটিং অ্যাপ (Photo Editing App)। এ সব অ্যাপে থাকে কুখ্যাত ‘জোকার’ (Joker) ম্যালওয়্যার। এর সব থেকে খারাপ দিক হল, এটি ব্যবহারকারীর অজান্তেই প্রিমিয়াম ভার্সনে সাবস্ক্রাইব করে দিতে পারে।
advertisement
সম্প্রতি ‘ড. ওয়েব’ (Dr. Web) নামে একটি অ্যান্টিভাইরাস সংস্থার তরফ থেকে জানান হয়েছে, এই সব ম্যালওয়্যাপ অ্যাপ ডাউনলোড করার পরেই ব্যবহারকারীর কাছ থেকে অন্য বিভিন্ন অ্যাপ ব্যবহারের অনুমতি চেয়ে নেয়। এমনকী সার্ভারের ব্যাটারি এক্সক্লুশন (Battery Exclusion List)-এর তালিকাও ব্যবহার করে। তার ফলে এ সব অ্যাপ সক্রিয় না থাকলেও তলে তলে এদের কাজ চালিয়ে যায়।
advertisement
কোন কোন অ্যাপ এমন কাজ করে তার একটি তালিকাও বের করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই সব অ্যাপের নাম।
আরও পড়ুন: মাইক্রোসফট ওয়ার্ডের এই ৫ ট্রিক আসান করে দেবে লেখালিখি
সূত্রের খবর এর মধ্যে বেশ কিছু অ্যাপ ইতিমধ্যেই Google তার Play Store থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু কিছু অ্যাপ এখনও রয়েছে গিয়েছে। তা ছাড়া প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া অ্যাপ যদি কোনও গ্রাহকের স্মার্টফোনে ডাউনলোড করা থাকে তা হলে তা নিজেকে অর্থাৎ ম্যানুয়ালি ডিলিট করতে হবে। রইল সে সব নিষিদ্ধ অ্যাপের তালিকা।
advertisement
• Photo Editor: Beauty Filter
• Photo Editor: Retouch & Cutout
• Photo Editor: Art Filter
• Photo Editor: Design Maker
• Photo Editor & Background Eraser
• Photo & Exif Editor
• Photo Editor: Filter Effects
• Photo Filter & Effects
• Photo Editor: Blur Image
• Photo Editor: Cut, Paste
advertisement
• Emoji Keyboard: Stickers & GIF
• Neon Theme Keyboards
• Neon Theme Android Keyboard
• Cashe Cleaner
• Fastcleaner: Cashe Cleaner
• Call Skins- Caller Themes
• Funny Caller
• CallMe Phone Themes
• InCall: Contact Background
• MyCall- Call Personslization
• Caller Theme
• Caller Theme
• Funny Wallpapers- Live Screen
• 4K Wallpapers Auto Changer
• NewScrean: 4D Wallpapers
• Stock Wallpapers & Backgrounds
• Notes- reminders & lists
উপরোক্ত এই সব অ্যাপ অবিলম্বে নিজের স্মার্ট ফোন থেকে মুছে ফেলা দরকার। তবে শুধু অ্যাপ মুছে ফেললেই হবে না। সেই সঙ্গে মুছে দিতে হবে এই সব অ্যাপের সঙ্গে সম্পর্কিত সমস্ত Cache এবং তথ্য। তবেই হয়তো রেহাই মিলতে পারে ম্যালওয়্যার থেকে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফের জোকার ম্যালওয়্যার হানা! আপনার মোবাইলে নেই তো এই ৩৬টি অ্যাপ, সর্বনাশ হওযার আগে এখনই করুন ডিলিট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement