দেশে চালু পরিষেবা, বাজেটে কোন কোন ৫জি স্মার্টফোন রয়েছে সেরার তালিকায়, দেখে নিন

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত ৫জি স্মার্টফোনের মধ্যে সেরার তালিকা

5G Smartphones Under Rs. 15,000: ভারতে চালু হয়ে গিয়েছে ৫জি পরিষেবা। ইতিমধ্যেই ভারতের বেশ কয়েকটি শহরে ৫জি পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। বর্তমানে ভারতের বাজারে বিভিন্ন ধরনের ৫জি ফোন রয়েছে। কিন্তু সবথেকে বেশি খুশির খবর হল, ভারতে ১৫ হাজার টাকার নিচেও বেশ কয়েকটি ৫জি স্মার্টফোন রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত ৫জি স্মার্টফোনের মধ্যে সেরার তালিকা।
REDMI NOTE 11T 5G -
ভারতে এই ফোনটির দাম ১৪,৯৯৯ টাকা। শাওমি লঞ্চ করেছে এই ফোন। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ এইচজেড রিফ্রেশ রেট যুক্ত। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট। এছাড়াও শাওমি এই ফোনে ব্যবহার করেছে ৩৩ ডবলু ফাস্ট চার্জিং। ৫জি সাপোর্ট যুক্ত এই ফোনে ব্যবহার করা হয়েছে আধুনিক ডিজাইন এবং উন্নত মানের ক্যামেরা।
advertisement
advertisement
ভারতে এই ফোনটির দাম ১০,৯৯৯ টাকা। ৫জি সাপোর্ট যুক্ত এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ এসওসি। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ডবলু চার্জিং স্পিড যুক্ত।
advertisement
ভারতে এই ফোনটির দাম ১৩৯৯৯ টাকা। এই ফোনে ব্যবহার করা হয়েছে ১২০ এইচজেড ডিসপ্লে। এই ফোনে রয়েছে নতুন স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট। এই ফোনে দেওয়া হয়েছে ২ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ডব্লু চার্জিং স্পিড।
advertisement
REALME 9I -
ভারতে এই ফোনটির দাম ১৪৯৯৯ টাকা। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ এইচজেড রিফ্রেশ রেট যুক্ত। এই ফোনে রয়েছে ডাইমেনসিটি ৮১০ এসওসি। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ডব্লু চার্জিং স্পিড যুক্ত।
SAMSUNG GALAXY M13 5G -
advertisement
ভারতে এই ফোনের দাম ১১৯৯৯ টাকা। এই ফোনে ব্যবহার করা হয়েছে এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫ ডাবলু চার্জিং স্পিড যুক্ত।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দেশে চালু পরিষেবা, বাজেটে কোন কোন ৫জি স্মার্টফোন রয়েছে সেরার তালিকায়, দেখে নিন
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement