ভারতে এসে পৌঁছেছে Asus-এর নতুন সিরিজ ROG Phone 6। অনেক ক্রেতারাই যাঁরা Asus-এর এই নতুন সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য সুখবর! এখন থেকে অনলাইন এবং অফলাইন দু’ভাবেই গ্রাহকরা ROG 6 সিরিজের স্মার্টফোনগুলি কিনতে পারবেন। তবে ভারতে ১২ জিবি + ২৫৬ জিবি-র একটি মাত্র ভ্যারিয়েন্টেই লঞ্চ হচ্ছে Asus ROG 6। এর মূল্য ভারতীয় মুদ্রায় মাত্র ৭১,৯৯৯ টাকা। বর্তমানে ROG 6 ছাড়া Asus ROG Phone 6 Pro ভ্যারিয়েন্ট ভারতের বাজারে উপলব্ধ রয়েছে যার মূল্য ৮৯,৯৯৯ টাকা। এটি ১৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ফিচার-সহ উপলব্ধ।
এ বার আমরা ROG 6 এবং Pro-এর মধ্যে ফিচারের কী কী পার্থক্য রয়েছে, তা দেখে নিই। এই দুটি স্মার্টফোনেই ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে এবং ১৬৫Hz রিফ্রেশ রেট স্ক্রিন ও ৭২০Hz টাচ স্যাম্পলিং রেট দেওয়া রয়েছে।
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
দুটি ফোনেই ব্যবহারকারীদের সুরক্ষার কথা ভেবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সঙ্গে ২.৫ডি কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। ROG 6 Pro ফোনটির পিছন দিকে একটি সেকেন্ডারি পি-মোলেড ডিসপ্লে রয়েছে, যা কাস্টমাইজ করা যায়। এই পুরো সিরিজটিই ১২জিবি এবং ১৮জিবি র্যাম, স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট দ্বারা চালিত। এতে গ্রাহকদের ১৫৬ জিবি এবং ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজের সুবিধেও দেওয়া হয়েছে। নতুন কুলিং সিস্টেম ফিচার-সহ এই স্মার্টফোনগুলি ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমাতে সক্ষম।
উভয় ROG Phone 6 ডিভাইসে একই ক্যামেরা সেট-আপ রয়েছে। এতে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX766 সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। ডিভাইসের সামনে ১২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও রয়েছে।
এ ছাড়াও Asus ROG 6 সিরিজের ফোনে ৬৫W ফাস্ট চার্জিং সাপোর্ট, ৬,০০০mAh ব্যাটারি প্যাকও দেওয়া রয়েছে। ROG 6-এর অন্যতম ফিচারের বাইপাস চার্জিং সাপোর্ট সিস্টেম, যার সাহায্যে ব্যবহারকারীরা ডিভাইসে ব্যাটারি এবং গেম রিজার্ভ করতে পারবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।