Google History Delete: এখন অ্যান্ড্রয়েডেও iPhone-এর ফিচার! কী ভাবে পাবেন সুবিধা, রইল হদিশ

Last Updated:

ওয়েব সার্চ হিস্ট্রিতে শেষ ১৫ মিনিটের সমস্ত ফলাফল ইচ্ছে মতো ডিলিট করে ফেলতে পারবেন তাঁরা।

Google History Delete: আইফোনে (iPhone) একটি বিশেষ ফিচার চালু হয়ে গিয়েছে ২০২১ সালেই। এখন অ্যান্ড্রয়েড (Android) ইউজাররাও তা ব্যবহার করতে পারবেন। কারণ অ্যান্ড্রয়েড ফোনেও চালু করা হয়েছে সেই ফিচার। অ্যান্ড্রয়েড ফোনের ইউজাররা এখন তাদের ফোনের সার্চ হিস্ট্রি (search history) কিছু অংশ ডিলিট করতে পারবেন। এই ফিচার গত বছরই চালু করা হয়েছে আইওএস (iOS) ডিভাইসে। এ বার তা আসছে অ্যান্ড্রয়েড ডিভাইসে। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাঁদের ফোনে শেষ ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারবেন। ওয়েব সার্চ হিস্ট্রিতে (web search history) শেষ ১৫ মিনিটের সমস্ত ফলাফল ইচ্ছে মতো ডিলিট করে ফেলতে পারবেন তাঁরা।
নতুন এই ফিচার চালু করা হয়েছে একটি ফেসড ম্যানারে। অ্যান্ড্রয়েড (Android) ইউজাররা তাদের ফোন আপডেট করলেই ব্যবহার করতে পারবে নতুন এই ফিচার। গুগল অনেকদিন ধরেই কাজ করে চলেছে ইউজারদের সুরক্ষার জন্য। গুগলের দাবি, এতে অনেক বেশি সুরক্ষিত থাকবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। কারণ, অনেক ইউজার চান তাঁদের ফোনে তাঁরা কী সার্চ করেছেন তা যেন অন্য কেউ না জানতে পারেন। নতুন এই ফিচারের মাধ্যমে এখন থেকে নিজেদের ফোনের সার্চ হিস্ট্রি (web search history) ডিলিট করে দেওয়া যাবে।
advertisement
advertisement
বর্তমানে আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android) দুটি ডিভাইসেই চালু রয়েছে নতুন এই ফিচার। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কয়েক জনের জন্য এই ফিচার চালু করা হয়েছে। তাঁরা নিজেদের ফোন আপডেট করলেই নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন। কিন্তু গুগলের তরফে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি সকল অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই চালু করা হবে নতুন এই ফিচার। এর ফলে সুবিধা হবে ইউজারদের।
advertisement
নতুন এই ফিচার নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে চালু করতে গেলে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। এক নজরে দেখে নিন সেই স্টেপ-
স্টেপ ১ - প্রথমেই যেতে হবে অ্যান্ড্রয়েড ফোনের গুগল অ্যাপে
স্টেপ ২ - এরপর অ্যাকাউন্ট প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে। এটি রয়েছে উপরের দিকে ডানদিকের কোণে।
স্টেপ ৩ - এরপর ডিলিট অপশনে ক্লিক করতে হবে ১৫ মিনিটের সার্চ হিস্ট্রিতে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google History Delete: এখন অ্যান্ড্রয়েডেও iPhone-এর ফিচার! কী ভাবে পাবেন সুবিধা, রইল হদিশ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement