হোম /খবর /প্রযুক্তি /
ভারতে নিষিদ্ধ TikTok- সহ ৫৯টি চিনা অ্যাপ, দেশজুড়ে উৎসবের মরসুম

ভারতে নিষিদ্ধ TikTok- সহ ৫৯টি চিনা অ্যাপ, দেশজুড়ে উৎসবের মরসুম

এর আগে ডেটা সুরক্ষার কারণ দেখিয়ে ভারত সরকার টিকটক সহ চিনের ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করেছিল। সম্প্রতি ভারত আবারও চিনের ৪৭ টি অ্যাপে নিষেধাজ্ঞা জারি করে।

এর আগে ডেটা সুরক্ষার কারণ দেখিয়ে ভারত সরকার টিকটক সহ চিনের ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করেছিল। সম্প্রতি ভারত আবারও চিনের ৪৭ টি অ্যাপে নিষেধাজ্ঞা জারি করে।

দেখে নিন কেমন ছিল নেটিজেনদের প্রতিক্রিয়া...

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ভারত-চিন সংঘর্ষ ও ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার উত্তপ্ত আবহে সোমবার টিকটক-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়, ভারতীয়দের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। কারণ এই ধরনের চিনা অ্যাপ, মোবাইল ফোনে থাকলে তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেই সব অ্যাপ থেকে বিরত থাকাই শ্রেয়।

করোনা সংক্রমণ ছড়িয়ে দেওয়ার অভিযোগে চিনের বিরুদ্ধে দেশে ক্ষোভ বাড়ছিল৷ লাদাখ সীমান্তে চিনা হামলা যেন আগুনে ঘি ঢেলেছে। দুইয়ে মিলে দেশজুড়ে চিনকে বয়কটের ডাক ক্রমেই জোরাল হচ্ছিল। চিনা অ্যাপগুলি ব্যানের সিদ্ধান্তের পর ট্যুইটারে বেশ কিছু নেটিজেনরা লেখে যে ভারত সরকার চিনকে ভাল জবাব দিয়েছে। অনেকে আবার ইউটিউব বনাম টিকটকের লড়াইয়ে ইউটিউবকে সমর্থন করেছে। দেখে নিন কেমন ছিল নেটিজেনদের প্রতিক্রিয়া...

একই সঙ্গে সরকারের এই ঘোষণার পর সব থেকে বেশি খুশি হয়েছেন PUBG প্রেমিরা। প্লেয়াররা খুসি কারণ PUBG গেম চিনের নয় আর সেই কারণে ব্যান হয় নি।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Chinese apps, Twitter