মধ্যবিত্তের গাড়ি! ১ লাখ টাকা ডাউনপেমেন্ট করে Maruti Wagon R CNG কিনলে EMI কত পড়বে?
- Published by:Suman Majumder
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Maruti Wagon R সিএনজি-এর চারটি ভেরিয়েন্ট রয়েছে। এখানে LXI CNG ভেরিয়েন্ট এবং VXI CNG ভেরিয়েন্ট নিয়েই আলোচনা করা হল।
কলকাতা: লঞ্চের পর থেকেই সুপারহিট। মারুতি সুজুকির Maruti Wagon R মধ্যবিত্তের নয়নের মণি। সম্প্রতি সিএনজি ভেরিয়েন্টও নিয়ে এসেছে কোম্পানি। এটাও সাড়া ফেলে দিয়েছে। কেউ যদি ১ লাখ টাকা ডাউন পেমেন্টে Maruti Wagon R সিএনজি ভার্সন নিতে চান, তাহলে প্রতি মাসে কত টাকা ইএমআই দিতে হবে?
Maruti Wagon R সিএনজি-এর চারটি ভেরিয়েন্ট রয়েছে। এখানে LXI CNG ভেরিয়েন্ট এবং VXI CNG ভেরিয়েন্ট নিয়েই আলোচনা করা হল। কার লোন নেওয়ার আগে প্রথমে ইএমআই-এর সম্পূর্ণ নিয়ম বুঝে নেওয়া উচিত। ১ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি বুক করলে বাকি টাকা লোন হিসেবে নিতে হবে।
আরও পড়ুন- স্ত্রী সন্তানকে কুপিয়ে খুন…! ফাঁসির সাজা শোনালো আদালত
ইএমআই ক্যালকুলেশন: ধরে নেওয়া যাক গাড়ির অন রোড দাম ৭.৫ লাখ টাকা। শহরের ভিত্তিতে এই দাম আলাদা হতে পারে। এখন ডাউন পেমেন্ট ১ লাখ টাকা হলে ৭.৫ লাখ – ১ লাখ, মানে ৬.৫ লাখ টাকা লোন হিসেবে নিতে হবে। কার লোনে সুদের হার ৮ থেকে ১২ শতাংশের আশপাশে থাকে। ধরে নেওয়া যাক, ৯ শতাংশ সুদের হারে লোন মিলল এবং লোনের মেয়াদ ৫ বছর।
advertisement
advertisement
ইএমআই ক্যালকুলেটর অনুযায়ী, অন রোড ৭.৫ লাখ টাকার Maruti Wagon R CNG কেনার জন্য ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করলে ৬.৫ লাখ টাকার লোনের উপর ৯ শতাংশ বার্ষিক সুদের হারে ৫ বছরের জন্য প্রতি মাসে ১৩,৪৯৩ টাকার ইএমআই দিতে হবে।
আরও পড়ুন- শ্মশানকে বানিয়েছেন ‘শান্তিনিকেতন’! বাঁকুড়ার শিল্পীর কারিগরি দেখলে অবাক হবেন
মাথায় রাখতে হবে, সুদের হার এবং লোনের মেয়াদের ওপর ভিত্তি করে ইএমআই আলাদা হতে পারে। আবার মেয়াদ বাড়লে সুদের হার বদলে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই লোন নেওয়ার আগে ব্যাঙ্ক বা ফিনান্স কোম্পানির থেকে সঠিক সুদের হার এবং শর্তাবলী সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
advertisement
বাজারে Maruti Wagon R CNG -এর দাম মোটামুটি ৫.৫৫ লাখ টাকা থেকে শুরু করে ৭.৩৩ লাখ টাকা পর্যন্ত হতে পারে। কোম্পানি আপাতত চারটি আলাদা ভেরিয়েন্টে লঞ্চ করেছে। সেগুলি হল – LXi, VXi, ZXi এবং ZXi Plus। এই গাড়ি সলিড হোয়াইট, মেটালিক ম্যাগমা গ্রে, মেটালিক সিল্কি সিলভার, পিয়ারল মেটালিক গ্যালেন্ট রেড, পিয়ারল মেটালিক নাটমেগ ব্রাউন, পিয়ারল ব্লুইশ ব্ল্যাক এবং পিয়ারল মেটালিক পুলসাইড ব্রাউনের মতো দুর্দান্ত সব রঙে পেয়ে যাবেন গ্রাহক।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 12:00 AM IST