শখ পূরণে চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে! ৮টি সংস্থা বাড়িয়ে দিল গাড়ির দাম

Last Updated:

একাধিক সংস্থা ইতিমধ্যে গত মার্চ মাসেই এই দাম বৃদ্ধির বিষয়ে জানিয়ে দিয়েছিল।২০২৫ সালের এপ্রিল মাস থেকে কোন কোম্পানির গাড়ির দাম কত হতে চলেছে, দেখে নিন।

News18
News18
কলকাতা: এখন থেকে আমাদের দেশে গাড়ি কিনতে গেলে পকেটে বেশ চাপ পড়তে চলেছে। নতুন অর্থবর্ষের গোড়া থেকেই গাড়ির দাম বাড়িয়ে দিয়েছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি। একাধিক সংস্থা ইতিমধ্যে গত মার্চ মাসেই এই দাম বৃদ্ধির বিষয়ে জানিয়ে দিয়েছিল। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি যে, ২০২৫ সালের এপ্রিল মাস থেকে কোন কোম্পানির গাড়ির দাম কত হতে চলেছে।
Maruti এবং Hyundai:
ভারতের প্রথম সারির অটোমোবাইল সংস্থা Maruti Suzuki ঘোষণা করেছে যে, চলতি বছরের এপ্রিল মাস থেকে গাড়ির দাম বাড়ানো হবে। মার্চ মাসেই Maruti বলেছিল যে, এপ্রিল থেকে তাদের গাড়ির দাম ৪ শতাশ পর্যন্ত বাড়াতে পারে তারা। এই নিয়ে ২০২৫ সালের মধ্যে তৃতীয় বার গাড়ির দাম বাড়াল Maruti। এর আগে পরপর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গাড়ির দাম বাড়ানো হয়েছিল। অন্যদিকে আবার Maruti-র পাশাপাশি দাম বাড়ছে Hyundai-এর গাড়িরও। ওই সংস্থাও গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের মার্চ মাসে Hyundai Motors জানিয়েছিল যে, আগামী এপ্রিল মাস থেকেই এই সংস্থার সমস্ত মডেলের গাড়ির দাম ৩ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে।
advertisement
advertisement
Kia এবং Mahindra:
নিজেদের MPV এবং SUV সেগমেন্টের গাড়ির দাম বাড়াতে চলেছে Kia Motors-ও। Hyundai-এর মতোই তারা চলতি বছরের মার্চ মাসে জানিয়েছিল যে, এপ্রিল মাস থেকে তাদের গাড়ির দাম ৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। এপ্রিলের শুরুতেই আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করবে সংশ্লিষ্ট সংস্থা।
আরও পড়ুন- বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা বনাম পঞ্জাবের খেলা! এক পয়েন্ট করে পেল দুই দল
এদিকে দাম বাড়তে চলেছে Mahindra-র SUV সেগমেন্টের গাড়ির। কারণ Mahindra-র পরিকল্পনা, ভিন্ন ভিন্ন সেগমেন্টের SUV-র দাম বাড়ানো হবে। ইতিমধ্যেই সংস্থার তরফে জানানো হয়েছে যে, তারা ২০২৫ সালের এপ্রিল মাস থেকে SUV-র দাম ৩ শতাংশ বাড়ানো হবে। তাই এপ্রিলের মাঝামাঝি সময় থেকে যদি SUV কেনা হয়, তা পকেটের উপর চাপ ফেলবে।
advertisement
Tata Motors এবং Honda:
এই বছরের মার্চ মাসে Tata Motors এবং Honda-র তরফে ঘোষণা করা হয়েছিল যে, তারা তাদের গাড়ির দাম এপ্রিল মাস থেকেই বাড়াতে চলেছে। যদিও এই মূল্যবৃদ্ধির বিষয়ে তারা স্পষ্ট কোনও তথ্য দেয়নি। কিন্তু এখন তাদের গাড়িও ব্যয়বহুল হতে চলেছে। এদিকে সাধারণ গাড়ির পাশাপাশি দাম বাড়াতে চলেছে বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থা BMW-ও। এপ্রিলের শুরুতেই BMW গাড়ির দাম বাড়ানো হয়েছে ৩ শতাংশ পর্যন্ত। কিন্তু এহেন মূল্য বৃদ্ধির কারণটা ঠিক কী ছিল? আসলে সমস্ত গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি কাঁচামালের দাম বৃদ্ধিকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। এর পাশাপাশি অপারেশনাল এক্সপেন্স বৃদ্ধির কারণেও বাড়ানো হয়েছে এই দাম।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
শখ পূরণে চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে! ৮টি সংস্থা বাড়িয়ে দিল গাড়ির দাম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement