ইডেনে আজ পঞ্জাবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা বনাম পঞ্জাব। শেষ ৪ ম্যাচে মাত্র ১টি জিতেছ কলকাতা। লিগ টেবিলে পঞ্জাব রয়েছে ৫ নম্বরে, কলকাতা রয়েছে ৭ নম্বরে। গতবার কলকাতাকে আইপিএল জিতিয়েছিলেন শ্রেয়স আয়ার, তাই ইডেন তাঁর কাছে অনেকটাই চেনা। টসে জিতে কলকাতার বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব। শুরু থেকেই এই মরশুমে ছন্দে নেই কলকাতা, অন্য দিকে প্লে-অফের লড়াইয়ে রয়েছে পঞ্জাব। শনিবারের ম্যাচ কলকাতার কাছে কার্যত ডু-অর ডাই।
বৃষ্টির জেরে ভেস্তে গেল কলকাতার ম্যাচ। এক পয়েন্ট করে পেল দুই দল।
বৃষ্টিতে আপাতত বন্ধ ম্যাচ। কলকাতা ১ ওভার ব্যাট করে তুলেছে ৭ রান।
প্রথম ওভার শেষে কলকাতা ৭/০। ক্রিজে গুরবাজ, নারিন।
২০ ওভার শেষে ২০১ তুলল পঞ্জাব। সর্বোচ্চ ৪৯ বলে ৮৩ করলেন প্রভসিমরন সিং।
১৮ ওভার শেষে পঞ্জাব ১৮৪/৩। ক্রিজে শ্রেয়স আয়ার এবং জ্যানসেন।
১৩ ওভার শেষে পঞ্জাব ১ উইকেটে ১৩৯। প্রভসিমরন ৪১ বলে ৬৩, শ্রেয়স ৩ বলে ৪।
৭ ওভার শেষে পঞ্জাব ৬০/০। প্রভসিমরন ২৩ বলে ২৭, প্রিয়াংশ ১৯ বলে ৩৩ রানে অপরাজিত।
তিন ওভার শেষে পঞ্জাব ২৫/০। প্রিয়াংশ ১৯ এবং প্রভসিমরন ৫ রানে অপরাজিত।
প্রথম ওভার শেষে পঞ্জাব ১০/০। ক্রিজে প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্য।
কলকাতার দলে দুটি পরিবর্তন। মইন আলির জায়গায় দলে রভমন পাওয়েল, রমনদীপ সিংয়ের জায়গায় সুযোগ পেলেন চেতন সাকারিয়া।
কলকাতার বিরুদ্ধে টসে জিতল পঞ্জাব। ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের।