গাড়িতে ৬টি এয়ারব্যাগ! এই গাড়ি দাম কত? নিরাপত্তায় বড় আপডেট
- Published by:Suman Majumder
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
এন্ট্রি-লেভেল LXi ভেরিয়েন্টের দাম ২৭,৫০০ টাকা বেড়েছে। যার কারণে Maruti Suzuki Celerio-এর দাম শুরু হচ্ছে ৫.৬৪ লাখ (এক্স-শোরুম) টাকা থেকে।
কলকাতা: Maruti Suzuki Celerio এখনও আরও নিরাপদ। যাত্রীদের কথা মাথায় রেখে এতে যোগ করা হল ৬টি এয়ারব্যাগ। নতুন সুরক্ষা ফিচারের কারণে দামও কিছুটা বেড়েছে। তবে দাম বাড়লেও তা সাধ্যের মধ্যেই রয়েছে।
এন্ট্রি-লেভেল LXi ভেরিয়েন্টের দাম ২৭,৫০০ টাকা বেড়েছে। যার কারণে Maruti Suzuki Celerio-এর দাম শুরু হচ্ছে ৫.৬৪ লাখ (এক্স-শোরুম) টাকা থেকে। অন্য দিকে, VXi MT এবং VXi CNG MT ভেরিয়েন্টের দাম বেড়েছে ১৬,০০০ টাকা। আর VXi AMT ভেরিয়েন্টের দাম ২১,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
ZXi MT এবং ZXi+ MT ভেরিয়েন্টের দামও ২৭,৫০০ টাকা বেড়েছে। তবে, ZXi AMT-এর দাম একই থাকলেও, ZXi+ AMT-এর দাম ৩২,৫০০ টাকা বাড়ানো হয়েছে। যার ফলে টপ-স্পেক সেলারিওর নতুন দাম এখন ৭.৩৭ লাখ টাকা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ ডিপিতে কোন ছবি রাখেন? সাবধান! আজ যা হল, বুক কেঁপে যাবে শুনলে
Celerio হ্যাচব্যাকে ১.০ লিটারের তিন সিলিন্ডারের K-সিরিজ পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ৬৬ বিএইচপি শক্তি ও ৮৯ Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি ৫ স্পিড ম্যানুয়াল ও AMT গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। CNG ভেরিয়েন্টেও একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তবে কম শক্তিশালী, ৫৬ বিএইচপি ও ৮২.১ Nm টর্ক উৎপন্ন করে এবং শুধুমাত্র ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে।
advertisement
বাজারের সেরা মাইলেজের গাড়ি বললে Celerio-এর নাম প্রথমের দিকেই থাকবে। পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্ট লিটার প্রতি ২৫.২৪ কিমি মাইলেজ দেয়। পেট্রোল-AMT প্রতি লিটারে পাড়ি দিতে পারে ২৬.৬৮ কিমি। CNG ভেরিয়েন্টও কম যায় না। কেজি প্রতি ৩৪.৪৩ কিমি মাইলেজ দেয়।
আরও পড়ুন- কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার অ্যাকাউন্ট ফাঁকা করে দেবে, হ্যাকারদের প্রিয় হাতিয়ার এখন DeepSe
Maruti Suzuki Celerio-এর টপ ভেরিয়েন্টগুলোতে বেশ কিছু অত্যাধুনিক ফিচার রয়েছে। এতে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে, যা স্মার্টফোন নেভিগেশন সাপোর্ট করে। শুধু তাই নয়, Apple CarPlay ও Android Auto কানেকশনও সাপোর্ট করে এই ইউনিট। এছাড়াও গাড়িটিতে কি-লেস এন্ট্রি, পুশ বাটন স্টার্ট-স্টপ সহ আরও বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে।
advertisement
তবে যাত্রী নিরাপত্তার দিকটা মাথায় রাখা হয়েছে বিশেষভাবে। এতে দুইটি এয়ারব্যাগ, ABS-এর সঙ্গে EBD, ESP, রিভার্স পার্কিং সেন্সর এবং AMT ভেরিয়েন্টে হিল হোল্ড অ্যাসিস্ট দেওয়া হয়েছে। কমফর্ট ফিচারও তুলনাহীন। আরামদায়ক আসন, পাওয়ার স্টিয়ারিং, তাত্ক্ষণিক ও গড় জ্বালানি খরচ পরিমাপের সুবিধা, ‘ডিস্টেন্স টু এম্পটি’ ফিচার, ডায়াল-টাইপ ক্লাইমেট কন্ট্রোল ফিচার রয়েছে। এছাড়াও অ্যাডজাস্টেবল হেডল্যাম্প, বডি-কালারড বাম্পার, বডি-কালারড ORVM (আউটসাইড রিয়ারভিউ মিরর), বডি-কালারড আউটসাইড ডোর হ্যান্ডেল, ফ্রন্ট গ্রিলে ক্রোম অ্যাকসেন্ট দেওয়া হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2025 7:37 PM IST