DeepSeek: নিমেষে ফাঁকা হয়ে যাবে ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট! হ্যাকারদের প্রিয় হাতিয়ার এখন DeepSeek AI, জানুন বিশদে

Last Updated:

এই শক্তিশালী এআই মডেল নানা দিক থেকে আমাদের কাজ অনেক সহজ করে তুলেছে, স্বীকার করতে দ্বিধা নেই। তবে, এর মধ্যেই এই মডেল ব্যবহারের একটি নির্দিষ্ট দিক নিয়ে উদ্বেগও বৃদ্ধি পেয়েছে।


নিমেষে ফাঁকা হয়ে যাবে ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট! হ্যাকারদের প্রিয় হাতিয়ার এখন DeepSeek AI, জানুন বিশদে
নিমেষে ফাঁকা হয়ে যাবে ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট! হ্যাকারদের প্রিয় হাতিয়ার এখন DeepSeek AI, জানুন বিশদে
খুব বেশি দিনের যে ব্যাপার, এমনটা কিন্তু বলা যাবে না। কিন্তু এর মধ্যেই মানুষ নির্ভর করতে শুরু করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে AI-এর উপরে। একেবারে সাধারণ স্তরের কথা বললে Meta AI ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে তীব্র গতিতে। সেই দিক থেকে দেখলে ChatGPT-র উপরে এখন আর কেউ বড় একটা ভরসা করছেন না। বরং, বদলে জনপ্রিয় হয়ে উঠেছে DeepSeek AI। OpenAI এবং Google-ও এই নতুন R1 AI model-এর প্রশংসায় পঞ্চমুখ। তবে, চিন-ভিত্তিক কিছু সংগঠনের মধ্যেই এ হেন DeepSeek AI-কে মন্দ কাজে ব্যবহার করা শুরু করা দিয়েছে।
এই শক্তিশালী এআই মডেল নানা দিক থেকে আমাদের কাজ অনেক সহজ করে তুলেছে, স্বীকার করতে দ্বিধা নেই। তবে, এর মধ্যেই এই মডেল ব্যবহারের একটি নির্দিষ্ট দিক নিয়ে উদ্বেগও বৃদ্ধি পেয়েছে। যাঁরা গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন কাজের জন্য এই এআই চ্যাটবটগুলির উপর নির্ভর করেন বিনামূল্যে, তাঁদের এবার সতর্ক হওয়ার সময় এসেছে।
advertisement
advertisement
কেন না, DeepSeek মোবাইল, ওয়েব এবং আরও নানা প্ল্যাটফর্মে ব্যবহার করা যায় ঠিকই, তবে তার সুরক্ষা এবং উপযোগিতার একটা নির্দিষ্ট সীমা রয়েছে, টাকা না দিলে এর পূর্ণ সুযোগ লাভ করা সম্ভব নয়। অধিকাংশ ইউজারই টাকা দেন না, আর এখান থেকেই দুর্বলতার জায়গা তৈরি হচ্ছে।
সিকিউরিটি এক্সপার্টরা এই কারণেই এই বিনামূল্যের মডেলগুলোয় গোপনীয় তথ্য রক্ষার এক বড় ত্রুটি রয়েছে বলে দাবি তুলেছেন। Check Point নামে তেমনই এক নিরাপত্তা সংস্থার দাবি যে DeepSeek and Qwen-এর ফ্রি মডেলে এমন কিছু ত্রুটি রয়েছে যা হ্যাকাররা খুব একটা দক্ষ না হলেও অনায়াসে কাজে লাগিয়ে ইউজারের সর্বনাশ করতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাওয়ার ব্যাপার তো রয়েছেই, আছে ইউজার সম্পর্কে উদ্বেগজনক গুজব ছড়িয়ে দেওয়ার অবকাশও- ডেটা লিক তো এক সাধারণ ব্যাপার এক্ষেত্রে!
advertisement
এই প্রসঙ্গে আবার ওঠে ChatGPT-র কথা। বেশ কয়েক বছরে OpenAI এর সুরক্ষা স্তরে জোর দিয়েছে, ফলে নানা বাধার জন্য এই মডেল আর হ্যাকারদের নিশানায় ততটাও নেই। নতুন এআই মডেলের জনপ্রিয়তা বাড়ছে, যে কারণে DeepSeek এবং Qwen-এর মতো আনসেন্সরড মডেল নিরাপত্তা ঝুঁকির কেন্দ্রে রয়েছে বলে দাবি করেছে Check Point। পাশাপাশি, তারা এক প্রতিবেদনে Qwen ব্যবহার করে ইউজারকে ঝুঁকিতে ফেলার ঘটনারও উল্লেখ করেছে।
advertisement
DeepSeek-এর মতো মডেলের কারণে হ্যাকারদের কাজ সহজ হয়ে উঠেছে, অদূর ভবিষ্যতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া এবং ডেটা লিকের মতো ঘটনা ঘটতে চলেছে বলে তাই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই DeepSeek ডেটা লিকের খবরও প্রকাশ্যে এসেছে, তাই এই ধরনের এআই মডেল ব্যবহার করার সময়ে সতর্ক থাকা বাঞ্ছনীয় বলেই মনে করছেন সিকিউরিটি এক্সপার্টরা।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
DeepSeek: নিমেষে ফাঁকা হয়ে যাবে ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট! হ্যাকারদের প্রিয় হাতিয়ার এখন DeepSeek AI, জানুন বিশদে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement