মাহিন্দ্রা থার, বহু মানুষের স্বপ্ন এই গাড়ি কেনার! ১ লিটার তেলে কত কিমি যায়?

Last Updated:

Mahindra Thar: অনেকের স্বপ্ন এই গাড়ি কেনার! Mahindra Thar ভারতের বাজারে আলাদা জায়গা করে নিয়ে ইতিমধ্যেই।

কলকাতা: বহু মানুষ গাড়ি বা মোটরবাইকের প্রতি টান অনুভব করেন। অনেকেই এই দামি সখ পুষে রাখেন। কেউ কেউ সেই সখ পূরণ করে ফেলেন। অনেকে আবার স্বপ্ম পূরণের জন্য রোজ লড়াই করেন। Mahindra Thar এমনই একটি গাড়ি যেটি কেনার স্বপ্ন দেখেন অনেকেই।
খুব মজবুত SUV হিসেবে ইতিমধ্যে ভারতের গাড়ির বাজারে সাড়া ফেলে দিয়েছে এই মডেল। রাস্তার পাশাপাশি অফ রোডিং-এর ক্ষেত্রেও এই গাড়ির জুড়ি মেলা ভার। তবে সম্প্রতি সুজুকির জিমি গাড়িটি এই মডেলকে টেক্কা দিচ্ছে ভালই।
আরও পড়ুন- LTT1 -কে দ্বিতীয় পৃথিবী কেন বলা হচ্ছে ?
মাহিন্দ্রা থার ভারতের বাজারে আলাদা একটা জায়গা করে নিয়েছে। তবে গাড়ি কিনে ফেললেই তো আর হল না। গাড়ির সঙ্গে জড়িয়ে থাকে অনেকগুলি বিষয়। সার্ভিসিং-এর খরচ, মাইলেজ ইত্যাদি। ফলে মাহিন্দ্রা থার কেনার পরিকল্পনা করে থাকলেও এই গাড়ির মাইলেজ সম্পর্কে জেনে রাখা ভাল।
advertisement
advertisement
সাধারণত ফোর হুইল গাড়ির মাইলেজ সিটি কার-এর থেকে কম হয়। এক্ষেত্রেও তাই। পেট্রল এবং ডিজেল, দুরকম ইঞ্জিনেই পাওয়া যায় থার। অটোমেটিক এবং ম্যানুয়াল গিয়ারের বিকল্পও রয়েছে। দাম ও মাইলেজ এই ভ্যারিয়েন্ট-এর উপর নির্ভর করে।
ডিজেল অটোমেটিক হলে মাইলেজ পাবেন ১০ কিমি প্রতি লিটার। ডিজেল ম্যানুয়াল হলে ১৫ কিমি প্রতি লিটার। পেট্রোল অটোমেটিক হলে মাইলেজ ১০ কিমি প্রতি লিটার। পেট্রোল ম্যানুয়াল হলে ১৫ কিমি প্রতি লিটার।
advertisement
আরও পড়ুন-এক নজরে দেখে নিন Telegram ভিডিও কল চলাকালীন স্ক্রিন শেয়ার করার উপায়!
মাহিন্দ্রা থার-এর বেস মডেল শুরু ১০ লাখ ৯৮ হাজার টাকা থেকে। টপ মডেল ১৬ লাখ ৯৪ হাজার টাকা থেকে শুরু। এক্স শোরুম প্রাইজ উল্লেখ করা হল এখানে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাহিন্দ্রা থার, বহু মানুষের স্বপ্ন এই গাড়ি কেনার! ১ লিটার তেলে কত কিমি যায়?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement