গ্যাস সিলিন্ডারের Expiry Date হয়! জানতেন? চেক করার সহজ পদ্ধতি দেখে নিন

Last Updated:

LPG Cylinder expiry date: রান্নার গ্যাসের এক্সপায়ারি ডেট হয়? চেক করার পদ্ধতি জেনে নিন।

কলকাতা:  রান্নার জন্য এখন ঘরে ঘরে এলপিজি ব্যবহার হয়। কিন্তু জানেন কি, এলপিজি সিলিন্ডারেরও এক্সপায়ারি ডেট হয়! আপনি প্রতি মাসে যে সিলিন্ডার কিনছেন তার মেয়াদ শেষ হওয়ার তারিখও আছে কিন্তু। কখনও কি সেটা চেক করেছেন?
আসলে বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারেরও মেয়াদ শেষ হওয়ার তারিখ রয়েছে। সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার পরও যদি এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, তা হলে চাপ সহ্য করতে না পারায় তাপ বাড়িয়ে ফেলে। ফলে সিলিন্ডার আগুনের কাছাকাছি থাকলে মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে।
গ্যাস সিলিন্ডারে লেখা এই নম্বরগুলি বুঝুন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গ্যাস সিলিন্ডারের উপরে তিনটি স্ট্রাইপ রয়েছে যার একটিতে A-23, B-24 বা C-25 এর মতো কিছু সংখ্যা লেখা থাকে। এই নম্বরগুলি দেখে আপনি সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ জানতে পারেন। এর জন্য আপনাকে নিচের ধাপগুলো বুঝতে হবে।
advertisement
advertisement
এভাবে এক্সপায়ারি ডেট জেনে নিন
1. যদি আপনার সিলিন্ডারে A লেখা থাকে, তা হলে বুঝবেন, সেটির মেয়াদ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত।
2. যদি সিলিন্ডারে B লেখা থাকে, তবে সেটির মেয়াদ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত।
advertisement
3. একইভাবে যদি আপনার সিলিন্ডারে C লেখা থাকে, তাহলে সেটির মেয়াদ জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত।
আরও পড়ুন- ফোনের ব্যাটারি থাকবে অক্ষত, দীর্ঘসময় থাকবে নতুনের মতো, শুধু এই ৫ কাজ করুন
4. সিলিন্ডারে D লেখা থাকলে সেটি অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মেয়াদ সেটির।
আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই ইংরেজি অক্ষরগুলির সামনে কিছু সংখ্যাও লেখা থাকে। আসলে ওই সংখ্যাগুলি সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার বছর সম্পর্কে লেখা থাকে।
advertisement
উদাহরণস্বরূপ, যদি আপনার গ্যাস সিলিন্ডারে C-25 লেখা থাকে, তা হলে বুঝতে হবে, আপনার এলপিজি সিলিন্ডারের মেয়াদ ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গ্যাস সিলিন্ডারের Expiry Date হয়! জানতেন? চেক করার সহজ পদ্ধতি দেখে নিন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement