Google Maps-এ এবার পাওয়া যাবে লাইভ লোকেশন শেয়ারিং-এর সুবিধা
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp এবং Telegram-এর মতো মেসেজিং প্ল্যাটফর্মে ইতিমধ্যেই পাওয়া যায় এই সুবিধা। এবার Google Maps-এও আসতে চলেছে লাইভ লোকেশন-শেয়ারিং ফিচার।
কলকাতা: পৃথিবীর প্রায় যে কোনও প্রান্তে রাস্তা চিনিয়ে দেওয়ার কাজটি করে দিতে পারে Googl Maps। সম্প্রতি সেই অ্যাপে যুক্ত হয়েছে একটি নতুন ফিচার। এতে যেকোনও মানুষ তাঁদের লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন অন্যদের সঙ্গে।
সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ Google Maps-এর সাহায্যে পথ নির্দেশ খুঁজে নেন। টেক জায়ান্ট Google সম্প্রতি একটি লাইভ লোকেশন শেয়ার করার ফিচার চালু করেছে।
WhatsApp এবং Telegram-এর মতো মেসেজিং প্ল্যাটফর্মে ইতিমধ্যেই পাওয়া যায় এই সুবিধা। এবার Google Maps-এও আসতে চলেছে লাইভ লোকেশন-শেয়ারিং ফিচার।
advertisement
পাশাপাশি ঠিক কতক্ষণের জন্য ব্যবহারকারী তাঁর লাইভ লোকেশন শেয়ার করতে তান, তাও ঠিক করা যাবে। তাছাড়া, এটি ডিভাইসের ব্যাটারির স্তরের মতো কিছু অতিরিক্ত তথ্যও শেয়ার করতে দেবে। ডিভাইসটি চার্জ হচ্ছে কি না, কোথাও নেভিগেট করলে আনুমানিক কতটা সময় লাগবে তাও দেখাবে।
advertisement
Google Map ব্যবহার করে কীভাবে শেয়ার করা যাবে লাইভ লোকেশন, দেখে নেওয়া যাক এক নজরে—
প্রথমেই নিজের ফোনে Google Maps খুলতে হবে।
এরপর, স্ক্রিনের উপরের ডানদিকে দেখানো প্রোফাইল আইকনে আলতো চাপ দিতে হবে।
এখানেই দেখা যাবে ‘Location Sharing’। সেখানে ট্যাপ করলেই আসবে ‘ Share Location’ অপশন। সেটি ট্যাপ করে নিতে হবে।
advertisement
তারপরেই একটি নতুন উইন্ডো খুলে যাবে। যেখানে ব্যবহারকারী কিছু সময়ের জন্য নিজের লোকেশন শেয়ার করতে পারবেন। চাইলে তিনি যতক্ষণ না শেয়ারিং বন্ধ করছেন ততক্ষণ পর্যন্ত লোকেশন শেয়ার করতে পারেন। চাইলে অন্যদের সঙ্গে লিঙ্কটি শেয়ার করা যাবে।
আরও পড়ুন- মোবাইলেই সর্বনাশ! সমীক্ষা বলছে আপনার ভুলেই বিজ্ঞাপনদাতারা সব শুনছে গোপনে
যদি ব্যবহারকারী এই লাইভ লোকেশন বন্ধ করে দিতে চান। তাহলে Google Maps খুলে ‘Sharing via link option’-এ আলতো চাপ দিতে পারেন। তারপর সেখানে Stop বোতাম ট্যাপ করতে হবে।
advertisement
WhatsApp বা Telegram-এও মানুষ নিজেদের লাইভ লোকেশন শেয়ার করতে পারেন। কিন্তু Google Map অন্য অ্যাপেও লাইভ লোকেশন পাঠাতে দেবে। এই লাইভ লোকেশন-শেয়ারিং ফিচার ‘লোকেশন হিস্ট্রি’ বন্ধ থাকলেও কাজ করে।
যেহেতু Google Maps বেশিরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসে আগে থেকে ইনস্টল করা আছে এবং অনেক iOS ব্যবহারকারীও এটি পছন্দ করেন, তাই যাঁরা নিজেদের কোনও অ্যাপে সীমাবদ্ধ রাখতে চান না, তাঁরা এটা ব্যবহার করতে পারে।
advertisement
আরও পড়ুন- করোনার AI দাওয়াই! কোন প্রতিরূপ ছড়াবে সংক্রমণ, পূর্বাভাস দেবে কৃত্রিম মেধা
view commentsGoogle বলেছে যে এই ফিচারটি ভারতে তেরো বছরের কম বয়সী শিশুরা ব্যবহার করতে পারবে না। তাছাড়া, এটি Google Workspace ডোমেন অ্যাকাউন্টের সঙ্গেও কাজ করবে না এবং Google Maps Go-এ পাওয়া যাবে না।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 07, 2024 11:28 PM IST