Smartphone: মোবাইলেই সর্বনাশ! সমীক্ষা বলছে আপনার ভুলেই বিজ্ঞাপনদাতারা সব শুনছে গোপনে

Last Updated:

Smartphone:মাইক্রোফোন ব্যবহারের অনুমতি তো আপনিই দিচ্ছেন! সর্বনাশ হলেও কিছু করার থাকবে না! জানুন

Smartphone: যদি কেউ ভাবেন তাঁর মনের ভুল, তবে তিনিই ভুল করবেন। আসলে হাতে ধরে থাকা মোবাইলটি সত্যিই আড়ি পাতছে ব্যবহারকারীর সমস্ত কথায়। সেই সব কথা, গোপন তথ্য সবই শেষ পর্যন্ত চলে যাচ্ছে বিজ্ঞাপনদাতা সংস্থার হাতে। তারপর সেই তথ্য ভাঙিয়েই মনের মতো সামগ্রীর বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন ওই ব্যবহারকারী।
সম্প্রতি কক্স মিডিয়া গ্রুপ (CMG) নামক একটি সংস্থা স্পষ্টই স্বীকার করেছে এই তথ্য হাতানোর বিষয়টি। তারা দাবি করেছে, তাদের এমন ক্ষমতা রয়েছে যাতে ফোন সামনে রেখে যেসমস্ত কথা বলছেন ব্যবহারকারী, তাও শোনা যায়। আর এটা সম্ভব হচ্ছে স্মার্টফোনের বিল্ট-ইন মাইক্রোফোনের সাহায্যে। শুধু স্মার্টফোনই নয়। বরং স্মার্ট টিভি, অন্য নানা ধরনের গ্যাজেট যা গৃহস্থালীর কাজে লাগে, সবই কাজে লাগায় এই ধরনের সংস্থা।
advertisement
ওই সংস্থার দাবি, এই ধরনের সক্রিয় শ্রবণ বা Active Listening-এর সাহায্যে তারা খুব সহজেই গ্রাহকের ঠিক কী চাই তা জানতে পারেন। আসলে তারা এমন সময় আড়ি পাতেন যখন ব্যবহারকারী খুব সহজে সাধারণ কথাবার্তা বলছেন।
advertisement
CMG-এর ওয়েবসাইটে একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে, যার শিরোনাম ‘How Voice Data works and how you can use it in your business’। তারা জানিয়েছে, একজন টার্গেট ক্লায়েন্টের প্রতিদিনের কথোপকথন থেকে যদি তার চাহিদার কথা উঠে আসে তার থেকে ভাল আর কী হতে পারে একজন ব্যবসায়ীর জন্য। এটা কোন যাদুবিদ্যা নয়, বরং ভয়েস ডেটা। CMG জোর গলায় দাবি করেছে, তাদের কাছে এই অস্ত্র রয়েছে যেকোনও ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
advertisement
CMG-র ওয়েবসাইট অনুসারে, AI ব্যবহার করে গ্রাহকের মন পড়ে ফেলতে পারলেই সেই অনুযায়ী স্ট্রিমিং টেলিভিশন, YouTube, Google এবং Bing-এর মাধ্যমে তার বিজ্ঞাপন দেখানো যায়। এই বিষয়টা কোনও ভাবেই অপরাধের মধ্যে পড়ে বলে মনে করে না CMG। তাদের দাবি, ফোন এবং ডিভাইসগুলি থেকে গ্রাহকের কথা শোনা সম্পূর্ণ আইনি৷ কারণ, সফ্টওয়্যার আপডেট বা অ্যাপ ডাউনলোডের শর্তাবলী গ্রহণ করার সময় ভোক্তারাই সাধারণত সম্মতি দিয়ে থাকেন মাইক্রোফোন ব্যবহার করার।
advertisement
এমনটা ভাবার কোনও কারণ নেই যে এই ঘটনা শুধু ও CMG একাই করছে। অবশ্য নানা সংস্থা এই কাজ করে চলেছে। তবে তারা কারা, সেটা এখনও স্পষ্ট হয়নি।
এথেকে বাঁচার জন্য কিছু আধুনিক সফটওয়্যার এসেছে। যেমন iPhone-এ। যদি কোনও অ্যাপ ওই ডিভাইসের মাইক্রোফোন ব্যবহার করে তাহলে ফ্রন্ট ক্যামেরার পাশে একটি ছোট সবুজ আলো ঝিলিক দেয়।
advertisement
কিন্তু তারপরেও CMG-র মতো সংস্থাগুলি নিয়মিত ব্যবহারকারীর ফোনে আড়ি পাতছে। আসলে মানুষের অজ্ঞানতার সুযোগটাই নিচ্ছে সংস্থাগুলি।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphone: মোবাইলেই সর্বনাশ! সমীক্ষা বলছে আপনার ভুলেই বিজ্ঞাপনদাতারা সব শুনছে গোপনে
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement