LG Suitcase TV : LG নিয়ে এসেছে নতুন ‘স্যুটকেস টিভি’, যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যাবে, ফিচারও তুখোড়!

Last Updated:

LG Suitcase TV : কোম্পানি StanbyME Go TV নামে একটি নতুন ২৭ ইঞ্চির টিভি নিয়ে এসেছে, যা গ্রাহকরা নিজেদের সঙ্গে যে কোনও জায়গায় নিয়ে যেতে পারবেন। কারণ LG কোম্পানির এই নতুন টিভি-তে ডাকা হচ্ছে স্যুটকেস টিভি বলে।

LG নিয়ে এসেছে নতুন ‘স্যুটকেস টিভি’
LG নিয়ে এসেছে নতুন ‘স্যুটকেস টিভি’
বর্তমানে ভারতের বাজারে বিভিন্ন ধরনের টিভি রয়েছে। যদিও এখন বেশিরভাগ টিভিই হল স্মার্ট টিভি। সময়ের সঙ্গে আধুনিক ফিচার যুক্ত হয়েছে টিভিতে। এখন আবার LG নিয়ে এল এমন এক টিভি যা সব দিক থেকেই অভিনব। এই কোম্পানি StanbyME Go TV নামে একটি নতুন ২৭ ইঞ্চির টিভি নিয়ে এসেছে, যা গ্রাহকরা নিজেদের সঙ্গে যে কোনও জায়গায় নিয়ে যেতে পারবেন। কারণ LG কোম্পানির এই নতুন টিভি-তে ডাকা হচ্ছে স্যুটকেস টিভি বলে।
LG কোম্পানির এই স্যুটকেস টিভিতে রয়েছে স্লট করা ২৭-ইঞ্চির ১০৮০p LCD, ব্যাটারি এবং ২০ ওয়াট স্পিকার। LG কোম্পানি দাবি করেছে যে, টিভিতে তিন ঘণ্টার ব্যাটারি লাইফ রয়েছে। এটি ছোট পারিবারিক ভ্রমণ, বাড়ির বাগানের পার্টি বা যে কোনও ঘরে পোর্টেবল বিনোদনের বিকল্প হিসাবে এটি আদর্শ। টিভিটি তার হ্যান্ডেলের সাহায্যে সহজেই বহন করা যেতে পারে, তাই গ্রাহকরা যেখানেই যান, এটি নিজের সঙ্গে নিয়ে যেতে পারবে স্যুটকেসের মতো।
advertisement
advertisement
LG কোম্পানি আরও উল্লেখ করেছে যে, StanbyME Go TV হল চলতে থাকা বিনোদনের জন্য আদর্শ ভ্রমণ সঙ্গী। এর মাধ্যমে কেউ ক্যাম্পিং করার সময় সিনেমা বা টিভি শো দেখতে এটি ব্যবহার করতে পারেন অথবা কেউ যখন কাজ করছেন তখন এটি মিউজিক স্ট্রিম করতেও ব্যবহার করা যেতে পারে।
advertisement
LG কোম্পানির এই StanbyME Go TV ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমোসের মতো ফিচারগুলি অফার করে। বলে রাখা ভাল যে, টিভিটি LG-র নিজস্ব ওয়েবওএস-এ চলে এবং অ্যাপল এয়ারপ্লে, ব্লুটুথ পেয়ারিং এবং ওয়াই-ফাই সমর্থন করে। HE প্রোডাক্ট মার্কেটিং-এর হেড ডেভিড পার্ক জানিয়েছেন যে, “LG StanbyME Go ফুল স্কেলে দেখার অভিজ্ঞতাকে ভ্রমণবান্ধব করে তোলে এবং স্ট্রিমিং, কিছু শোনা এবং আরও অনেক কিছুর জন্য একটি বহুমুখী বিকল্প অফার করে।”
advertisement
LG StanbyME Go এর দাম এবং উপলব্ধতা-
LG StanbyME Go মার্কিন যুক্তরাষ্ট্রে $৯৯৯ -এ পাওয়া যাবে। সংস্থা এর সঙ্গে একটি বিনামূল্যে LG XBOOM 360 ব্লুটুথ স্পিকার XO3QBE অফার করছে, যার দাম $২৯৯.৯৯৷ কিন্তু, ভারত সহ অন্যান্য দেশে এই টিভি লঞ্চ করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
LG Suitcase TV : LG নিয়ে এসেছে নতুন ‘স্যুটকেস টিভি’, যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যাবে, ফিচারও তুখোড়!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement