মাত্র ৬,৯৯৯ টাকা ভারতে ভাইব কে ৫ লঞ্চ করল লেনোভো

Last Updated:

ভারতে ফোর-জি স্মার্টফোন ভাইব কে ৫ লঞ্চ করল লেনোভো ৷ ভারতীয় বাজারে মাত্র ৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে হ্যান্ডসেটটি ৷

#নয়াদিল্লি: ভারতে ফোর-জি স্মার্টফোন ভাইব কে ৫ লঞ্চ করল লেনোভো ৷  ভারতীয় বাজারে মাত্র ৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে হ্যান্ডসেটটি ৷ এ৬০০০ স্মার্টফোনটির পর এই মোবাইলটি বাজারে নিয়ে এল মোবাইল সংস্থা লেনোভা ৷ কিন্তু দু’জনের মূল্যই এক বলে জানিয়েছে সংস্থার আধিকারিক ৷
মডেলটিতে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১৫ প্রসেসর ৷ সঙ্গে থাকছে ২ জিবি র‍্যাম, ১৩ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সল সেলফি ক্যামেরা ৷ লেনোভো ভাইব কে ৫ মডেলে রয়েছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে৷
জুনের ১৩ তারিখ দুপুর ১টা থেকে ভাইব কে-র রেজিষ্ট্রেশন শুরু হয়ে গিয়েছে ৷ ২২ জুন থেকে ফোনটি মিলবে ই-কমার্স সাইট অ্যামাজনে৷ এই ফোনটি পাওয়া যাবে তিনটি রঙে-গোল্ডেন, সিলভার ও গ্রে রঙে ৷
advertisement
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাত্র ৬,৯৯৯ টাকা ভারতে ভাইব কে ৫ লঞ্চ করল লেনোভো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement