ভারতে হিট এই বাইক কোম্পানি, এবার বন্ধ হচ্ছে! আর পাওয়া যাবে না, বড় খবর

Last Updated:

KTM AG অস্ট্রিয়ার কোম্পানি। ডিজাইন, বাইক সংক্রান্ত গবেষণা সেখানেই হয়। ভারতে KTM বাইকের বিশাল বাজার রয়েছে।

News18
News18
কলকাতা: স্পোর্টি লুক। চোখ ধাঁধানো ডিজাইন। কেটিএম বাইক মানেই তারুণ্যের প্রতীক। বাজারে চাহিদাও ব্যাপক। জনপ্রিয়তাও আকাশছোঁয়া। তবুও দেউলিয়া হতে বসেছে KTM AG। কোম্পানির ঋণের অঙ্ক দেখে চমকে উঠছেন বিশেষজ্ঞরা।
KTM AG অস্ট্রিয়ার কোম্পানি। ডিজাইন, বাইক সংক্রান্ত গবেষণা সেখানেই হয়। ভারতে KTM বাইকের বিশাল বাজার রয়েছে। KTM ইন্ডিয়া পরিচালনা করে বাজাজ অটো। এখন মূল কোম্পানি দেউলিয়া হয়ে গেলে ভারতেও তার প্রভাব পড়বে নিঃসন্দেহে।
আরও পড়ুন- ২৫ বছর ধরে ভারতের এক নম্বর স্কুটি! পেট্রোলের গন্ধে চলে! নামটা জানা আছে তো?
এখনও পর্যন্ত KTM ইন্ডিয়া ঠিকঠাকই চলছে। বাজাজ যৌথভাবে বাইক তৈরি করছে। বিক্রিও হচ্ছে। কিন্তু আশঙ্কা দানা বাঁধছে ভিতরে ভিতরে। KTM AG যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে বিশ্বে জুড়ে KTM-এর সহায়ক কোম্পানিগুলোর ভবিষ্যৎও চ্যালেঞ্জের মুখে পড়বে। ভারতেও তার অন্যথা হবে না।
advertisement
advertisement
হঠাত KTMএর এমন হাল কেন? করোনা মহামারীর সময়েও উৎপাদন বন্ধ করেনি KTM। ধার নিয়ে উৎপাদন চালিয়ে গিয়েছে। এমনকী নতুন সাইকেলও নিয়ে আসে তারা। এই সিদ্ধান্তই ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। সেই সব বাইক এখনও গুদামে পড়ে। সাইকেলও বিক্রি হয়নি। এখান থেকেই কোমর ভাঙতে শুরু করে KTMএর।
আরও পড়ুন- ১৯৮৬ সালে রয়্যাল এনফিল্ড-এর দাম কত ছিল? ভাইরাল বিল, বিশ্বাস হবে না দেখলে
২০২৪ সালের ২৯ নভেম্বর কোম্পানি ঢেলে সাজানোর ঘোষণা করে KTM। সেই মতো কাজ শুরু হয়। কিন্তু তাতেও লাভ হয়নি। শেয়ারের দরে বিপুল পতন হয়েছে। বাজার মূলধন ৮০ শতাংশ কমে ৩৪৫ মিলিয়ন ইউরোয় দাঁড়িয়েছে। মানে ঋণ অনেক বেশি। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, KTM এর মোট ঋণ ২.৫ থেকে ৩ বিলিয়ন ইউরো (প্রায় ২২,৫০০ থেকে ২৭,০০০ কোটি টাকা) হতে পারে।
advertisement
Alpine Creditors Association (AKV)-এর বিশেষজ্ঞরা ঋণের অঙ্ক দেখে বিস্মতি। তাঁরা মনে করছেন, চলতি বছরে অস্ট্রিয়ায় সবচেয়ে বড় দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানি হতে চলেছে KTM AG। এই পরিস্থিতি KTM ইন্ডিয়া নিয়ে বিবৃতি জারি করেছে বাজাজ অটো।
বিবৃতিতে বাজাজ অটো বলেছে, অস্ট্রিয়ায় KTM কোম্পানি দেউলিয়া হয়ে গেলেও ভারতে তার কোনও প্রভাব পড়বে না। আগামী দিনে নতুন ৩৯০ অ্যাডভেঞ্চার মডেল লঞ্চ করার পরিকল্পনা রয়েছে তাদের। সম্প্রতি বড় বাইকের একটি নতুন রেঞ্জও বাজারে আনা হয়েছে।
advertisement
ভারতের প্রিমিয়াম মোটরসাইকেল বাজারে KTM চেনা মুখ। বিক্রিও ভাল। কিন্তু মূল কোম্পানি দেউলিয়া হয়ে গেলে ভারতের বাজারে তার কী প্রভাব পড়বে সেই নিয়ে আশঙ্কিত অনেকেই। অস্ট্রিয়ায় যদি ঝাঁপ বন্ধ হয়ে যায়, তাহলে ভারতের মতো অন্যান্য শাখা ও সহায়ক কোম্পানির ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়বে বলেই মত তাঁদের।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতে হিট এই বাইক কোম্পানি, এবার বন্ধ হচ্ছে! আর পাওয়া যাবে না, বড় খবর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement