ডেটিং অ্যাপ-এ ঘোরাঘুরি করেন নাকি? সাবধান! ঘটতে পারে বড় বিপদ
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Dating App- ডেটিং অ্যাপগুলিতে নারী কন্ঠে পুরুষদের মোহিত করে ব্ল্যাকমেল এবং পরবর্তীতে টাকা হাতিয়ে নেওয়ার এমনই এক বড় চক্র ফাঁস করল পুলিশ। তবে তদন্তে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, তা জানলে অবাক হবেন আপনিও।
উত্তর ২৪ পরগনা: নিঃসঙ্গতায় ভোগা বহু মানুষই বর্তমানে মোবাইলের মাধ্যমে বিভিন্ন ডেটিং অ্যাপ ব্যবহার করে সঙ্গীর খোঁজ করে থাকেন। আর সেখানেই নানা সময় কথোপকথনের মাঝেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও করা হয় শেয়ার।
ডেটিং অ্যাপগুলিতে নারী কন্ঠে পুরুষদের মোহিত করে ব্ল্যাকমেল এবং পরবর্তীতে টাকা হাতিয়ে নেওয়ার এমনই এক বড় চক্র ফাঁস করল পুলিশ। তবে তদন্তে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, তা জানলে অবাক হবেন আপনিও।
আরও পড়ুন- কোন নম্বর প্লেট থাকলে ট্র্যাফিক পুলিশ গাড়ি থামায় না? জেনে নিন, কাজে লাগবে
অভিনব কায়দায় এমন প্রতারণার জাল বিছানো হয়েছিল শহরজুড়ে! এমনকী রাজ্যের বাইরেও বলে অনুমান পুলিশের। যদিও অবশেষে পুলিশের জালে সুরেলা ওই নারীকণ্ঠী যুবক। জানা গিয়েছে, টিন্ডার ডেটিং অ্যাপ-এ এক মহিলার সঙ্গে পরিচয় হয় অভিযোগকারী ব্যক্তির।
advertisement
advertisement
পরবর্তী সময়ে তাদের মধ্যে কথাবার্তার পাশাপাশি ছবি আদান-প্রদানও হয়। এরপরই ওই মহিলা কণ্ঠস্বর জানায় রাজারহাট থানা এলাকার রাইগাছি তে হাসপাতালের সামনে দেখা করতে ইচ্ছুক সে। এর পরই অভিযোগকারী ব্যক্তির সঙ্গে ওই মহিলা কণ্ঠি ব্ল্যাকমেল শুরু করে বলে অভিযোগ। এমনকী গাড়ি ভেঙে দেওয়ারও হুমকি দেওয়া হয়। ভয় দেখিয়ে অভিযোগকারী থেকে কিছু পরিমাণ অর্থ আদায় করা হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
advertisement
এর পরই পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারী। তদন্তে নেমে রাজারহাট থানার পুলিশ রাইগাছি থেকে ২২ বছর বয়সী যুবক ওয়াসিম আলীকে গ্রেপ্তার করে। নিজেকে নারী পরিচয় দিয়ে পুরুষদের সঙ্গে বন্ধুত্ব করে ডেটিং অ্যাপের মাধ্যমে কথোপকথন এমনকি ভিডিও কল করেও ফাঁদে ফেলত। তার বাড়ি থেকে বিভিন্ন মেকআপ কিটও উদ্ধার হয়।
আরও পড়ুন- গাড়িতে চাবি লাগিয়ে মাত্র ১৫ সেকেন্ড অপেক্ষা করুন, ম্যাজিক হবে! অনেক টাকা বাঁচবে
গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ। সে একা নাকি তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে এবং কোথায় কোথায় কীভাবে করা হত প্রতারণা, কোনও অ্য়াকাউন্টে অনলাইনে নেওয়া হত টাকা-সহ এই জাল কতদূর পর্যন্ত গড়িয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ডেটিং অ্যাপে এমন বিপদের ফাঁদে পড়তে পারেন আপনিও, তাই হোন সতর্ক।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 1:32 PM IST