কোন নম্বর প্লেট থাকলে ট্র্যাফিক পুলিশ গাড়ি থামায় না? জেনে নিন, কাজে লাগবে

Last Updated:
Traffic rules- আসলে ট্র্যাফিক পুলিশ সব গাড়ি আটকায় না। বিশেষ কিছু গাড়িকে ছেড়ে দেয়। হয়ত প্রবল ভিড় কিংবা যানজট, ট্র্যাফিক পুলিশ তখন নিজেই এই সব গাড়ির পথ করে দেয়। এর কী কারণ?
1/8
ভিড় রাস্তা। পরপর গাড়ি। ধীর গতিতে এগিয়ে চলেছে। হঠাত দেখা গেল ট্র্যাফিক পুলিশ। কিছু গাড়িকে থামিয়ে একটা বিশেষ গাড়ির জন্য পথ করে দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই হুটার বাজিয়ে বেরিয়ে গেল সেই গাড়ি। রাস্তাঘাতে এমন হামেশাই দেখা যায়।
ভিড় রাস্তা। পরপর গাড়ি। ধীর গতিতে এগিয়ে চলেছে। হঠাত দেখা গেল ট্র্যাফিক পুলিশ। কিছু গাড়িকে থামিয়ে একটা বিশেষ গাড়ির জন্য পথ করে দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই হুটার বাজিয়ে বেরিয়ে গেল সেই গাড়ি। রাস্তাঘাতে এমন হামেশাই দেখা যায়।
advertisement
2/8
আসলে ট্র্যাফিক পুলিশ সব গাড়ি আটকায় না। বিশেষ কিছু গাড়িকে ছেড়ে দেয়। হয়ত প্রবল ভিড় কিংবা যানজট, ট্র্যাফিক পুলিশ তখন নিজেই এই সব গাড়ির পথ করে দেয়। এর কী কারণ? দেখে নেওয়া যাক বিস্তারিত।
আসলে ট্র্যাফিক পুলিশ সব গাড়ি আটকায় না। বিশেষ কিছু গাড়িকে ছেড়ে দেয়। হয়ত প্রবল ভিড় কিংবা যানজট, ট্র্যাফিক পুলিশ তখন নিজেই এই সব গাড়ির পথ করে দেয়। এর কী কারণ? দেখে নেওয়া যাক বিস্তারিত।
advertisement
3/8
এর কারণ হল বিশেষ কোনও গাড়ি বা নম্বর প্লেট। হয়ত গাড়িতে উচ্চপদস্থ কোনও কর্তা আছেন। কিংবা নম্বর প্লেটে বিশেষ কিছু আছে। যার কারণে ট্র্যাফিক পুলিশ সেই সব গাড়ি থামায় না। এরকম কোন কোন গাড়ি ট্র্যাফিক পুলিশ আটকায় না?
এর কারণ হল বিশেষ কোনও গাড়ি বা নম্বর প্লেট। হয়ত গাড়িতে উচ্চপদস্থ কোনও কর্তা আছেন। কিংবা নম্বর প্লেটে বিশেষ কিছু আছে। যার কারণে ট্র্যাফিক পুলিশ সেই সব গাড়ি থামায় না। এরকম কোন কোন গাড়ি ট্র্যাফিক পুলিশ আটকায় না?
advertisement
4/8
বিশেষ নম্বর প্লেট: গাড়ির নম্বর প্লেটে বিশেষ কিছু থাকলে ট্র্যাফিক পুলিশ নিজেই পথ করে দেয়। সেটা কোনও ভিআইপি-এর গাড়ি হতে পারে কিংবা সরকারি কর্মকর্তার। এই সব গাড়ি দেখলে ট্র্যাফিক পুলিশ থামায় না।
বিশেষ নম্বর প্লেট: গাড়ির নম্বর প্লেটে বিশেষ কিছু থাকলে ট্র্যাফিক পুলিশ নিজেই পথ করে দেয়। সেটা কোনও ভিআইপি-এর গাড়ি হতে পারে কিংবা সরকারি কর্মকর্তার। এই সব গাড়ি দেখলে ট্র্যাফিক পুলিশ থামায় না।
advertisement
5/8
কর্মকর্তাদের গাড়ি: হয়ত গাড়িতে উচ্চপদস্থ পুলিশ অফিসার বা সরকারি কর্তা আছেন। তাহলে সেই গাড়িকে ট্র্যাফিক পুলিশ থামাবে না। ছেড়ে দেবে। পথে যাতে তাঁদের অসুবিধা না হয়, তার জন্য কখনও কখনও আগেভাগেই রাস্তা পরিস্কার রাখা হয়।
কর্মকর্তাদের গাড়ি: হয়ত গাড়িতে উচ্চপদস্থ পুলিশ অফিসার বা সরকারি কর্তা আছেন। তাহলে সেই গাড়িকে ট্র্যাফিক পুলিশ থামাবে না। ছেড়ে দেবে। পথে যাতে তাঁদের অসুবিধা না হয়, তার জন্য কখনও কখনও আগেভাগেই রাস্তা পরিস্কার রাখা হয়।
advertisement
6/8
নীল নম্বর প্লেট: বিভিন্ন রঙের নম্বর প্লেট হয়। একেক রঙের ভিন্ন ভিন্ন অর্থ। বিদেশি দূতাবাসের গাড়িকে নীল রঙের নম্বর প্লেট দেওয়া হয়। সাধারণত রাষ্ট্রদূতরা এই রঙের নম্বর প্লেট দেওয়া গাড়ি ব্যবহার করেন। ভারতে কূটনীতিক, কনস্যুলার স্টাফ, বা আন্তর্জাতিক সংগঠনের গাড়িতে এই নম্বর প্লেট দেখা যায়।
নীল নম্বর প্লেট: বিভিন্ন রঙের নম্বর প্লেট হয়। একেক রঙের ভিন্ন ভিন্ন অর্থ। বিদেশি দূতাবাসের গাড়িকে নীল রঙের নম্বর প্লেট দেওয়া হয়। সাধারণত রাষ্ট্রদূতরা এই রঙের নম্বর প্লেট দেওয়া গাড়ি ব্যবহার করেন। ভারতে কূটনীতিক, কনস্যুলার স্টাফ, বা আন্তর্জাতিক সংগঠনের গাড়িতে এই নম্বর প্লেট দেখা যায়।
advertisement
7/8
সংখ্যা এবং কোডিংয়ের ফরম্যাট: নীল নম্বর প্লেটের উপর সাদা রঙে অক্ষর এবং সংখ্যা লেখা থাকে। এর সঙ্গে থাকে বিশেষ একটা কোড। প্রত্যেক নম্বর প্লেটের শুরুতেই একটি ইউনিক কোড থাকে। এ থেকে বোঝা যায়, সেটা কোন দেশের গাড়ি। বা কোন সংগঠন সেই গাড়ি ব্যবহার করছে। তারপর থাকে র‍্যাঙ্ক কোড। এ থেকে গাড়ির মালিক কোন কূটনৈতিক পদে আছেন তা বোঝা যায়।
সংখ্যা এবং কোডিংয়ের ফরম্যাট: নীল নম্বর প্লেটের উপর সাদা রঙে অক্ষর এবং সংখ্যা লেখা থাকে। এর সঙ্গে থাকে বিশেষ একটা কোড। প্রত্যেক নম্বর প্লেটের শুরুতেই একটি ইউনিক কোড থাকে। এ থেকে বোঝা যায়, সেটা কোন দেশের গাড়ি। বা কোন সংগঠন সেই গাড়ি ব্যবহার করছে। তারপর থাকে র‍্যাঙ্ক কোড। এ থেকে গাড়ির মালিক কোন কূটনৈতিক পদে আছেন তা বোঝা যায়।
advertisement
8/8
সুরক্ষা এবং বিশেষ অধিকার: কূটনৈতিক গাড়িগুলিকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় বিশেষ কিছু অধিকারও। এই গাড়িগুলিকে ভারতীয় ট্র্যাফিক আইনেও বিশেষ কিছু ছাড় দেওয়া হয়েছে।
সুরক্ষা এবং বিশেষ অধিকার: কূটনৈতিক গাড়িগুলিকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় বিশেষ কিছু অধিকারও। এই গাড়িগুলিকে ভারতীয় ট্র্যাফিক আইনেও বিশেষ কিছু ছাড় দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement