Motorola নিয়ে আসতে চলেছে Motorola Edge 30 Pro-এর রিব্র্যান্ডেড ভার্সন Motorola Edge X30!

Last Updated:

Motorola Edge 30 Pro: এক নজরে দেখে নেওয়া যাক এর দাম এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।

photo source collected
photo source collected
#নয়াদিল্লি: Motorola কোম্পানি চিনে লঞ্চ করেছে তাদের Motorola Edge X30 ফোন। এটি হল Motorola Edge 30 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সন। Motorola কোম্পানির তরফে এই বিষয়ে কিছু না জানানো হলেও ব্লুটুথ সার্টিফিকেশন ওয়েবসাইট জানিয়েছেন যে Motorola Edge 30 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হল Motorola Edge X30 ফোন। ব্লুটুথ সার্টিফিকেশন ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী ভারতে আগামী ২৪ ফেব্রুয়ারি লঞ্চ করা হতে পারে Motorola Edge X30 ফোন, যা ইতিমধ্যেই চিনে লঞ্চ করা হয়েছে। কিন্তু Motorola কোম্পানির তরফে এখনও কিছু জানানো হয়নি যে ভারতে কবে লঞ্চ করা হতে পারে Motorola Edge X30 ফোন। এক নজরে দেখে নেওয়া যাক এর দাম এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।
Motorola Edge X30 ফোনের দাম -
চিনে Motorola Edge X30 ফোনের ৮জিবি (GB) র‍্যাম (RAM) এবং ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম প্রায় আরএমবি (RMB) ৩,১৯৯ অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮,০০০ টাকা। চিনে Motorola Edge X30 ফোনের ৮জিবি র‍্যাম এবং ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম প্রায় আরএমবি ৩,৩৯৯ অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪০,৩০০ টাকা। চিনে Motorola Edge X30 ফোনের ১২জিবি র‍্যাম এবং ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম প্রায় আরএমবি ৩,৫৯৯ অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪২,৭০০ টাকা। চিনে Motorola Edge X30 ফোনের ১২৮জিবি ও ২৫৬জিবি মডেলের দাম প্রায় আরএমবি ৩,৯৯৯ অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭,৫০০ টাকা।
advertisement
advertisement
Motorola Edge X30 ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার -
Motorola এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Edge X30 ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ফুল এইচডি প্লাস ডিসপ্লে। Motorola Edge X30 ফোনে রয়েছে রয়েছে ২৪০০×১০৮০ পিক্সেল রেজোলিউশন, যার ইমেজ রিফ্রেশ রেট ১৪৪ এইচজেড (Hz)। এই ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের স্যামসং এস৫কেএইচপি১ (Samsung S5KHP1) সেন্সর। Motorola এর নতুন Motorola Edge X30 ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ (Qualcomm Snapdragon 8) জেনারেশন ১ চিপসেট। Motorola এর নতুন Motorola Edge X30 ফোনে রয়েছে ৮ জিবি এবং ১২ জিবি র‍্যাম। এছাড়াও Motorola Edge X30 ফোনে রয়েছে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। Motorola-র নতুন Motorola Edge X30 ফোনে রয়েছে ১২৫ডাবলু (125W) চার্জ, যা টাইপ-সি (Type-C) পোর্ট এবং ৫০ডাব্লু (50W) ওয়ারলেস যুক্ত। Motorola-র নতুন Motorola Edge X30 ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।
advertisement
Motorola-র নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Edge X30 ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ৫০এমপি (MP) প্রাইমারি OV50A40 সেন্সর, ৫এমপি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২এমপি থার্ড সেন্সর। এছাড়াও Motorola Edge X30 ফোনের সামনে সেলফি তোলার জন্য রয়েছে ৬০ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও Motorola Edge X30 ফোনে রয়েছে ৫০০০এমএএইচ (mAh) ব্যাটারি যা ৬৮ডাব্লু (68W) ফাস্ট চার্জ যুক্ত।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Motorola নিয়ে আসতে চলেছে Motorola Edge 30 Pro-এর রিব্র্যান্ডেড ভার্সন Motorola Edge X30!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement