বাজারে আসছে চুমু খাওয়ার মেশিন !
Last Updated:
প্রেমিক বা প্রেমিকা থেকে দূরে আছেন ? ফোনে রোজ কথা হচ্ছে, অল্প-স্বল্প প্রেমও হচ্ছে ৷ কিন্তু জমিয়ে চুমু যে শেষবার কবে প্রিয়
#টোকিও: প্রেমিক বা প্রেমিকা থেকে দূরে আছেন ? ফোনে রোজ কথা হচ্ছে, অল্প-স্বল্প প্রেমও হচ্ছে ৷ কিন্তু জমিয়ে চুমু যে শেষবার কবে প্রিয় মানুষের ঠোঁটে খেয়েছেন তা ভুলতেই বসেছেন ! আপনার হতাশ জীবনে আশার আলো নিয়ে এবার বাজারে আসতে চলেছে, চুমুর মেশিন ! যা কিনা একেবারে বাস্তবের চুমুর ফিলিং দেবে !
বিদেশি ম্যাগাজিন মিররে প্রকাশ হওয়া খবর অনুযায়ী, মেশিনটির নাম ‘কিশেনজার’ ৷ আর এই মেশিন লাগানো যাবে আপনার স্মার্টফোনেই !
তা কীভাবে কাজ করবে এই কিশেনজার ? কথা বলার সময় হোক বা ভিডিও চ্যাট ৷ ফোনের সামনে লাগিয়ে নিন মেশিনটি৷ তারপর চুমু খেলেই একটা ভাইব্রেশন পৌঁছে যাবে আপনার প্রেমিকের ফোনে ৷ আর সে চুমু খেলে আপনার ফোনে ৷ যেন মনে হবে বাস্তবেই আপনাদের ঠোঁটের মিল ঘটেছে ৷
advertisement
advertisement
তবে হ্যাঁ, কিশেনজারে চুমু খাওয়ার সময় চোখ বুজতে ভুলবেন না !
view commentsLocation :
First Published :
December 22, 2016 8:26 PM IST