পয়লা মার্চ থেকে জিও-তে আসছে পরিবর্তন, সস্তায় নতুন অফার পেতে কী করবেন জেনে নিন
Last Updated:
৩১শে মার্চ শেষ হওয়ার কথা ছিল রিলায়েন্স জিও-র হ্যাপি নিউ ইয়ার অফার।
#মুম্বই: ৩১শে মার্চ শেষ হওয়ার কথা ছিল রিলায়েন্স জিও-র হ্যাপি নিউ ইয়ার অফার। বিনামূল্যে ভয়েস কল ও ডেটা প্ল্যানের সৌজন্যে যা প্রতিদ্বন্দ্বী টেলিকম সংস্থাগুলিকে চাপে ফেলে দিয়েছিল। কিন্তু ফ্রি-য়ের জমানা শেষ হওয়ার পর কী হবে? জিও ব্যবহার করতে কত টাকাই বা খরচ করতে হবে? এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছিল কোটি কোটি জিও গ্রাহকের মাথায়। গত সপ্তাহে যার উত্তর নিয়ে হাজির হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ঘোষণা করেন জিও প্রাইম মেম্বারশিপের ৷
আগামীকাল অথার্ৎ পয়লা মার্চ থেকে জিও প্রাইমের রেজিষ্ট্রেশনের শুরু হতে চলেছে ৷ আর তার জন্য দিতে হবে মাত্র ৯৯ টাকা ৷ ৩১ মার্চ পর্যন্ত গ্রাহকরা নিজেদের জিও প্রাইমে আপগ্রেড করতে পারবেন ৷ এরপর প্রতি মাসে খরচ হবে ৩০৩ টাকা করে ৷ অর্থাৎ দিন প্রতি ১০ টাকা খরচ করলেই ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত জিও-র ভয়েস কল থেকে শুরু করে ইন্টারনেট, মিডিয়া সার্ভিস সব আনলিমিটেড ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ যে কোনও জিও স্টোর, জিও অ্যাপ বা জিও ওয়েবসাইট থেকে প্রাইম মেম্বরশিপ করতে পারবেন গ্রাহকরা ৷
advertisement
এছাডা়ও জিও আরও দুটি ট্যারিফ প্ল্যান নিয়ে এসেছে ৷ একটি ১৪৯ টাকার ও অন্যটি ৪৯৯ টাকার ৷ ১৪৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ২জিবি ডেটা ও ফ্রি ভয়েস কলের সুবিধআ পাবেন ৷ ৪৯৯ টাকার প্ল্যানে ৬০ জিবি ডেটা ও ফ্রি ভয়েস কল পাবেন গ্রাহকরা ৷
advertisement
সূত্রের খবর, খুব শীঘ্রই ৬০/১২৫/৩৫০/৭৫০ জিবি ডেটা ৯৯৯/১৯৯৯/৪৯৯৯/৯৯৯৯ টাকায় ৬০/৯০/১৮০/৩৬০ দিনের জন্য প্ল্যান নিয়ে আসতে চলেছে জিও ৷
advertisement
জিও প্রাইম সদস্যপদ গ্রহণ করলে অন্যান্য সংস্থা যে পরিমাণ ট্যারিফ ডেটা দিয়ে থাকে, তার থেকে ২০ শতাংশ বেশি ইন্টারনেট ডেটা পরিষেবাও দেবে জিও।
view commentsLocation :
First Published :
February 28, 2017 3:57 PM IST
