এবার জিও ফোনেও পাওয়া যাবে ফেসবুক অ্যাপ

Last Updated:

জিও ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর ৷ আগামীকাল, বুধবার থেকেই ফেসবুক অ্যাপ পাওয়া যাবে এবার জিও ফোনে ৷

#কলকাতা: জিও ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর ৷ আগামীকাল, বুধবার থেকেই ফেসবুক অ্যাপ পাওয়া যাবে এবার জিও ফোনে ৷ ভ্যালেন্টাইন্স ডে-র দিন থেকেই রিল্যায়েন্স জিও ফোন ব্যবহারকারীরা বিশেষভাবে ডিজাইন করা ফেসবুক অ্যাপ ব্যবহার করতে পারবেন তাঁদের ফোনে ৷ এই ফেসবুক অ্যাপ ডাউনলোড করা যাবে জিও অ্যাপ স্টোরেই ৷
ফেসবুক অ্যাপটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে জিও KaiOS প্ল্যাটফর্মের জন্য ৷ এটি একটি ওয়েব-বেসড অপারেটিং সিস্টেম ৷ যা সহজেই চলতে পারে জিও-র ৪জি স্মার্ট ফিচার ফোনে ৷ এই অ্যাপে থাকছে পুশ নোটিফিকেশন, ভিডিও এবং এক্সটারনাল লিঙ্ক সিঙ্কের ব্যবস্থাও ৷ এই ফেসবুক অ্যাপে নিউজ ফিড বা টাইমলাইনে ছবি দেখতেও কোনও সমস্যা হবে না ব্যবহারকারীদের ৷
advertisement
নতুন এই ফেসবুক অ্যাপই হল প্রথম থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া অ্যাপ যা এবার পাওয়া যাবে জিও ফোনের KaiOS প্ল্যাটফর্মে ৷ জিও-র ডিরেক্টর আকাশ আম্বানি বলেন, ‘‘ জিও ফোন হল বিশ্বের সবচেয়ে সস্তায় পাওয়া উন্নত প্রযুক্তির স্মার্টফোন ৷ যা দেশবাসীকে ফিচার ফোন থেকে স্মার্টফোন ব্যবহার করতে শিখিয়েছে ৷ আর সেটাও অত্যন্ত সাধ্যের মধ্যেই ৷ জিও ফোনে আগামীদিনে বিশ্বের প্রথমসারি সব অ্যাপ্লিকেশনই পাওয়া যাবে ৷ যার শুরু হল ফেসবুক দিয়েই ৷ বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ডেটা নেটওয়ার্ক জিও তৈরি হয়েছে দেশবাসীর কাছে যত বেশি পরিমাণে ইন্টারনেট বা ডেটা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই ৷ জিও-র এই পদক্ষেপে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জিও ফোনেরও ৷ ’’
advertisement
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার জিও ফোনেও পাওয়া যাবে ফেসবুক অ্যাপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement