মোবাইল ব্যবসা অক্ষুন্ন রেখে Wireline গ্রাহকের ভিত্তিতে এয়ারটেলকে টেক্কা দিল Jio

Last Updated:

TRAI-এর রিপোর্ট বলছে Reliance Jio যত দিন যাচ্ছে ততোই কলকাতা সার্কলে শীর্ষস্থানীয় ডিজিটাল পরিষেবা সরবরাহকারী হিসাবে উঠে আসছে।

#কলকাতা: প্রায় ১১ হাজার নতুন কাস্টমার নিয়ে Reliance Jio, Airtel-কে পিছনে ফেলে কলকাতায় সবচেয়ে বড় ওয়ারলাইন প্রাইভেট অপারেটর (Wireline Private Operator) হিসাবে সামনে এসেছে। TRAI এর রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে। অতিমারী ও লকডাউনের সময় ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস এবং বিনোদনের ক্ষেত্রে Reliance Jio Wireline Broadband বিশেষ ভূমিকা নিয়েছে। TRAI এর রিপোর্ট বলছে, ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে কলকাতা সার্কেলের সবচেয়ে পছন্দের ডিজিটাল পরিষেবা প্রদানকারী সংস্থা হিসাবে উঠে এসেছে Reliance Jio । ২০২১-এর মে মাসের সার্ভে অনুযায়ী কলকাতা (Kolkata) সার্কলে ৭০,৫০৮টি নতুন মোবাইল সাবস্ক্রাইবার নিজের দিকে টানতে সক্ষম হয়েছে এই টেলিকম সংস্থা। যা ৪৩.৬ শতাংশ। অন্যদিকে, Bharti Airtel ও VodafoneIdea যথাক্রমে ৭৫,৫২১ এবং ৩৫৩,৭২১ জন সাবস্ক্রাইবার তাদের হারিয়ে ফেলেছে। যা খুব একটা ভাল সংকেত নয় টেলিকম সংস্থা দুটির জন্য।
TRAI-এর রিপোর্ট বলছে Reliance Jio যত দিন যাচ্ছে ততোই কলকাতা সার্কলে শীর্ষস্থানীয় ডিজিটাল পরিষেবা সরবরাহকারী হিসাবে উঠে আসছে। বিগত কয়েক বছর ধরে দেখা গিয়েছে প্রতি মাসে প্রচুন নতুন সংখ্যক গ্রাহক জুটিয়ে নিতে সক্ষম হয়েছে এই টেলিকম সংস্থা। গোটা পশ্চিমবঙ্গে উন্নতমানের 4G নেটওয়ার্ক পরিষেবা প্রদান করার লক্ষ্যমাত্রা রেখেছে। সম্প্রতি Jio স্পেকট্রাম (Spectrum) নিলামে অতিরিক্ত স্পেকট্রাম গোটা কলকাতার পাশাপাশি, পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে মোতায়েন করবে বলে জানিয়েছে। রাজ্যের মানুষের সুবিধার্থে ১৫ MHz অতিরিক্ত স্পেকট্রাম বরাদ্দ করতে চলেছে এই টেলিকম সংস্থা। গোটা রাজ্যে মোট ১৩ হাজারের বেশি এলাকায় গড়ে তোলা হবে নতুন পরিষেবা। পশ্চিমবঙ্গের জন্য ২৩০০MHz ব্যান্ডে ১০MHz স্পেকট্রাম এবং ৮৫০MHz ব্যান্ডে ৫MHz স্পেকট্রাম নিয়েছে। পাশাপাশি, এই সংস্থার তরফ থেকে জানান হয়েছে সামনের দিনগুলিতে শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের অন্য বড় শহর ও গ্রামের গ্রাহকদের জন্যও আরও ভাল অভিজ্ঞতা প্রদান করা সম্ভব হবে। ঘরের ভিতরে ইন্টারনেট পরিষেবা আগের থেকে আরও উন্নত হবে। পাশাপাশি উন্নত হবে ভিডিও কল ও কলিং পরিষেবাও।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মোবাইল ব্যবসা অক্ষুন্ন রেখে Wireline গ্রাহকের ভিত্তিতে এয়ারটেলকে টেক্কা দিল Jio
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement