জিও-কে চ্যালেঞ্জ, নতুন ট্যারিফের তালিকা নিয়ে হাজির এয়ারটেল, বিএসএনএল ও ভোডাফোন

Last Updated:

ধন ধনা ধন অফারকে টক্কর দিতে এয়ারটেল, ভোডাফোন ও বিএসএনএল সকলেই অবিশ্বাস্য সমস্ত অফার নিয়ে এসেছে গ্রাহকদের জন্য ৷

#মুম্বই: প্রথমে ওয়েলকাম অফার, তারপর হ্যাপি নিউ ইয়ার ও সামার সারপ্রাইজ অফার ৷ এবার এল ধন ধনা ধন অফার ৷ একের পর এক আকর্ষণীয় অফার এনে টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷ বর্তমান যুগে ইন্টারনেটই এখন সব ৷ আর ল্যাপটপ-ডেস্কটপের চেয়ে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের মাত্রা অনেকাংশেই বেড়েছে এখন ৷ রিল্যায়েন্স জিও আসার পর সেটা আরও বেড়েছে ৷ জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে রীতিমতো নড়েচড়ে বসতে হয়েছে বাকি মোবাইল সংস্থাগুলিকে ৷
জিও-র সিমকে প্রাইম করে নিয়ে ৩০৩ টাকার রিচার্জ করলে তিন মাস একেবারে নিশ্চিন্তে জিও-র নেট ! তবে জিও-র এই তিন মাসের অফারেই জল ঢেলে দিল ট্রাই ৷ জিওকে সোজা জানিয়ে দিল, তুলে নিতে হবে জিও-র তিনমাসের ফ্রি পরিষেবা ৷ অর্থাৎ একবার রিচার্জ করে, তিন মাসের ফ্রি পরিষেবা ব্যবহারের দিকেই নজর পড়ল ট্রাইয়ের ৷
advertisement
কিন্তু এতে থেমে থাকেনি জিও ৷ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আরও একটি আকর্ষণীয় অফার ‘ধন ধনা ধন’ ৷ বাজারে আসার পর থেকেই শিরোনামে রয়েছে জিও ৷ প্রতিযোগিতার বাজারে গ্রাহক টানতে একের পর এক সমস্ত টেলিকম সংস্থা নিয়ে আসতে শুরু করে সস্তার ডেটা ৷ শুরু হয় ডেটা প্ল্যান ৷ ধন ধনা ধন অফারকে টক্কর দিতে এয়ারটেল, ভোডাফোন ও বিএসএনএল সকলেই অবিশ্বাস্য সমস্ত অফার নিয়ে এসেছে গ্রাহকদের জন্য ৷
advertisement
advertisement
কোন কোন সংস্থা নতুন কী ডেটা প্ল্যান নিয়ে এসেছে দেখে নিন এক নজরে ৷
এয়ারটেলের ৩৯৯ টাকার প্ল্যান - প্রিপেড গ্রাহকদের জন্য ৩৯৯ টাকার অবিশ্বাস্য প্যাক লঞ্চ করতে চলেছে এয়ারটেল ৷ টেলিকম ব্লগার সঞ্জয় বাফনা ট্যুইটে এমনটাই জানিয়েছেন ৷ ৪জি এই প্যাকটি ভ্যালিড থাকবে ৭০ দিনের জন্য ৷ এতে গ্রাহকরা প্রত্যেক দিন ১জিবি ৪জি ডেটা সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন ৷ তবে কেবল ৪জি হ্যানসেট ও ৪জি সিম ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন ৷ এছাড়াও আরও দুটি প্রি পেড লঞ্চ করতে চলেছে এয়ারটেল ৷ জিও-র ধন ধনা ধন অফারের মতোই ওই নয়া প্ল্যানেও প্রতিদিন এক ও ২ জিবি করে ডেটা ব্যবহার করা যাবে৷তবে সংস্থার তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি ৷
advertisement
আইডিয়ার ২৯৭ ও ৪৪৭ টাকার প্ল্যান- প্রিপেড গ্রাহকদের জন্য ২৯৭ ও ৪৪৭ টাকার প্ল্যান ঘোষণা করেছে আইডিয়া ৷ ২৯৭ টাকার প্যাকে আইডিয়া টু আইডিয়াতে আনলিমিটেড কল করা যাবে ৷ সঙ্গে ৭০ দিনের জন্য ৪জি ১ জিবি ডেটা মিলবে প্রত্যেক দিন ৷  ৪৪৭ টাকার প্ল্যানে যে কোনও নেটাওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে ৷ সঙ্গে ৭০ দিনের জন্য ৪জি ১ জিবি ডেটা মিলবে প্রত্যেকদিন ৷
advertisement
বিএসএনএল-এর ২৪৯ টাকার অফার- ২৪৯ টাকার নয়া ব্রডব্যান্ড পরিষেবা আনল BSNL। নতুন এই পরিষেবায় গ্রাহকরা প্রত্যেক মাসে পাবেন ৩০০ জিবি ডেটা ৷ সঙ্গে থাকছে ফ্রি নাইট ভয়েস কল পরিষেবাও। তবে কেবল নতুন গ্রাহকরা এই পরিষেবার সুবিধা পাবেন ৷
ভোডাফোনের ফ্রি ৪জিবি ডেটা- গ্রাহকদের ৪জি ডেটা যতটা সম্ভব বিনামূল্যে দেওয়ার লড়াইয়ে নেমেছে সব সংস্থাই ৷ ভোডাফোন ৪জি সিম আপগ্রেডের পাশাপাশি কমপ্লিমেন্টারি ডেটাও দিচ্ছে এবার ৷ এই অফার পেতে ভোডাফোন গ্রাহকদের শুধু নিজেদের সিমকে ‘ভোডাফোন সুপারনেট’-এ আপগ্রেড করে নিতে হবে ৷ তাহলেই প্রি-পেড গ্রাহকরা ১০ দিন এবং পোস্টপেড গ্রাহকরা পরের বিল দেওয়া পর্যন্ত ৪জিবি ৪জি ডেটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ৷ এটা অবশ্য ‘ওয়ান টাইম’ অফার ৷ অর্থাৎ সিম সুপারনেট-এ আপগ্রেড করার পরেই বিনামূল্যে ৪জিবি পর্যন্ত ৪জি ডেটা কিছুদিন ব্যবহার করার সুযোগ পাবেন ভোডাফোন গ্রাহকরা ৷ এর জন্য অবশ্যই ৪জি হ্যান্ডসেট প্রয়োজন ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-কে চ্যালেঞ্জ, নতুন ট্যারিফের তালিকা নিয়ে হাজির এয়ারটেল, বিএসএনএল ও ভোডাফোন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement