iQOO Neo 9 Pro: ভারতে কবে লঞ্চ করছে iQOO Neo 9 Pro? নতুন কী কী বৈশিষ্ট্য থাকবে? দেখে নিন
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আগের বছর iQOO লঞ্চ করেছিল তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 12। এবার আরও একটি নতুন ফোন লঞ্চ করার কথা ঘোষণা করে ফেলেছে সংস্থাটি।
iQOO Neo 9 Pro: ২০২৩ সালের পর প্রযুক্তি অনেকখানি এগিয়ে গিয়েছে। ২০২৪ সাল শুরু হতেই একের পর এক নতুন প্রজন্মের স্মার্টফোন লঞ্চ করতে শুরু করেছে। আগের বছর iQOO লঞ্চ করেছিল তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 12। এবার আরও একটি নতুন ফোন লঞ্চ করার কথা ঘোষণা করে ফেলেছে সংস্থাটি। জানা গিয়েছে, তারা ২০২৪ সালের প্রথম স্মার্টফোন – iQOO Neo 9 Pro লঞ্চের জন্য সব রকম ভাবে প্রস্তুত৷
iQOO India-র সিইও, নিপুণ মারিয়া ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছেন iQOO Neo 9 Pro লঞ্চের তারিখটি। তিনি বলেছেন, নতুন বছরের প্রথম স্মার্টফোন লঞ্চটি হতে চলেছে ২২ ফেব্রুয়ারি, ২০২৪।
advertisement
নিজের X হ্যান্ডলে নিপুণ লিখেছেন ‘ক্যালেন্ডারে দাগিয়ে রাখুন। #iQOONEo9Pro-এর PRO এক্সপিরিয়েন্স আসছে ২২.২.২৪ তারিখে।’
advertisement
সেই সঙ্গে ট্যুইটে নিপুণ শেয়ার করেছেন আসন্ন স্মার্টফোনের একটি ছবিও। আসলে ওই ফোন ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়ে গিয়েছে। ছবিটি থেকেই স্পষ্ট করে যে আসন্ন স্মার্টফোনটির পিছনে ডুয়াল-টোন লেদার ফিনিশ থাকবে। তাছাড়া এর পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট-আপ থাকবে বলেই মনে করা হচ্ছে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন-সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে বলে মনে করা হচ্ছে। সঙ্গে সম্ভবত একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্সও থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে সেলফির জন্য এই স্মার্টফোনটির সামনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
advertisement
Mark your calendars! The PRO experience with #iQOONeo9Pro unveils on 22.2.24.#PowerToWin pic.twitter.com/P7EXY3Ls6G
— Nipun Marya (@nipunmarya) January 16, 2024
কেমন হতে পারে এই ফোনের ফিচার—
advertisement
মনে করা হচ্ছে, নতুন এই স্মার্টফোনটিতে থাকতে পারে ১৪৪Hz রিফ্রেশ রেট-সহ একটি ৬.৭৮-ইঞ্চি ডিসপ্লে।
সম্ভবত এই ফোনটি Snapdragon 8 Gen 2 দ্বারা চালিত হবে।
ডিভাইসটিতে ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ একটি ৫,১৬০mAh ব্যাটারি থাকতে পারে।
আউট অফ দ্য বক্স Android 14 এর ভিত্তিতে চলতে পারে এই ফোন। এটি Funtouch 14 এ বুট হবে।
advertisement
মনে করা হচ্ছে iQOO Neo 9 Pro আসন্ন OnePlus 12R-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে। OnePlus 12R লঞ্চ করছে আগামী ২৩ জানুয়ারি।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 3:36 PM IST