iPhone 16 Pro Offers: iPhone 16 Pro কিনতে পারবেন ৭৫ হাজার টাকারও কমে ! কোথায় পাবেন এত ছাড়? কীভাবে কিনবেন দেখে নিন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
কেউ যদি iPhone 16 Pro-র মালিক হতে চান, তাঁর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অ্যামাজন মাঝে মাঝেই আইফোনে নানা ডিল অফার করে থাকে, এবার যেমন তা ঘটেছে iPhone 16 Pro-র ক্ষেত্রে।
iPhone 16 Pro Price Cut: আইফোনের মালিকানার সাধ সবারই! যুগ এখন প্রযুক্তির, অতএব, কেউ যদি অ্যান্ড্রয়েডে নিজেকে সীমাবদ্ধ না রেখে প্রিমিয়াম এক ডিভাইসের মালিক হতে চায়, একেবারেই দোষ দেওয়া যায় না। অনেকে এবার বলতেই পারেন যে যদি প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারের ইচ্ছা থাকে, সেখানেও তো অ্যান্ড্রয়েডে নানা চোখ ঝলসানো মডেল পাওয়া যায়। তা যায় ঠিকই, কিন্তু হাতে একটা আইফোন যে ফিল দেয়, তা অ্যান্ড্রয়েড দিতে পারে না। এখানেই অ্যাপল প্রতিযোগীদের বাজার একেবারে মেরে রেখে দিয়েছে।
তা, কেউ যদি iPhone 16 Pro-র মালিক হতে চান, তাঁর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অ্যামাজন মাঝে মাঝেই আইফোনে নানা ডিল অফার করে থাকে, এবার যেমন তা ঘটেছে iPhone 16 Pro-র ক্ষেত্রে।
আরও পড়ুন: আর প্রয়োজন হবে না FASTag-এর? ১ মে থেকে লাগু নতুন নিয়ম, চালকদের কী কী বিষয় মাথায় রাখতে হবে?
advertisement
advertisement
সেই ডিলের বিশদে যাওয়ার আগে বলে রাখা উচিত হবে যে iPhone 16 Pro এই দেশে ১,১৯,০০ টাকায় লঞ্চ করা হয়েছিল, ১২৮ জিবি ভ্যারিয়েন্টের জন্য এই মূল্য নির্দিষ্ট করা হয়েছিল। অ্যামাজন এর দাম ৭০০০ টাকা কমিয়ে দিয়েছে। অতএব, এই ফ্ল্যাট ডিসকাউন্টে iPhone 16 Pro-র দাম দাঁড়াচ্ছে ১,১২,৯০০ টাকা।
এবার এর সঙ্গে নেওয়া যেতে পারে ব্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধা। অ্যামাজন নানা ব্যাঙ্কের সঙ্গে টাই আপ করে রাখে। আইসিআইসিআই, অ্যাক্সিস এবং কোটাক ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থাকলে কেনাকাটায় আরও ৩০০০ টাকা ছাড় পাওয়া যাবে। সেই সুষোগ নিতে পারলে দাম নেমে আসবে ১,০৯,৯০০ টাকায়।
advertisement
আরও পড়ুন: ৩ স্টার নাকি ৫ স্টার…! কোন AC কিনবেন? কোন এসিতে Bill কম আসবে? কেনার আগে জানুন ছোট্ট এই জিনিস
কিন্তু, এখনও দাম রয়ে গিয়েছে ১ লাখ টাকার উপরেই! চিন্তা নেই, কাজে লাগানো যায় আরও নানা অফার। যাঁরা নিয়মিত ভাবে ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করে থাকেন, তাঁদের এই জায়গায় এসে এক্সচেঞ্জ অফারের কথা মাথায় আসবে। এরও সুবিধা যদি নেওয়া যায়, ধরা যাক ভাল অবস্থায় থাকা iPhone 14 এক্সচেঞ্জ করা হল, তাহলে অনেকটাই ছাড় মিলবে, অন্তত ৩৭,২০০ টাকা তো বটেই! আর কী, এর পরেই দাম নেমে আসবে ৭২,৭০০ টাকায়। এত কমে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস পাওয়া আর হাতে চাঁদ পাওয়া তো প্রায় একই ব্যাপার, তাই নয় কি!
advertisement
iPhone 16 Pro-র ৬.৩ ইঞ্চির ১২০ হার্টজ সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে ভিজ্যুয়ালকে খুবই স্মুথ করে তোলে। অ্যাপলের নতুন A18 Pro দীর্ঘ ব্যাটারি লাইফ দেয়, যা গেমার, সাধারণ ইউজার সবার জন্যই ভাল। ২X অপটিক্যাল জুমের ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স, ৫X অপটিক্যাল জুমের সুবিধা সহ ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, ১২ মেগাপিক্সেলেরর ফ্রন্ট ক্যামেরা যে তুখোড় ছবি আর ভিডিও তুলতে দেবে, সে আর আলাদা করে না বললেও চলে!
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 14, 2025 4:29 PM IST