iOS 17-এ বানানো যাবে ইমোজি! কীভাবে তৈরি করবেন দেখে নিন

Last Updated:

iOS 17-এ এর Messages-এ এখন ইমোজি, পারসোনালাইজড স্টিকার এবং লাইভ স্টিকার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

 iOS 17: Apple লঞ্চ করেছে iOS 17। এই আপডেট পাবে ২০১৮ বা তার পরের iPhone মডেলগুলি। এই আপডেটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল স্টিকার ইমোজি কাস্টোমাইজ করা। এর ফলে ব্যবহারকারী তাদের নিজেদের, পোষা প্রাণীর, শিশুর এবং আরও অনেক কিছুর ছবিই গ্রুপ চ্যাটে শেয়ার করতে পারবেন স্টিকার আকারে।
iOS 17-এ এর Messages-এ এখন ইমোজি, পারসোনালাইজড স্টিকার এবং লাইভ স্টিকার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
মিমোজি স্টিকার—
অনেক রকম মিমোজি স্টিকার কাস্টমাইজ করা যায়।
advertisement
লাইভ স্টিকার—
নতুন এই স্টিকার তৈরি করতে Live ট্যাবে ক্লিক করতে হবে। এটি অনেকটা GIF স্টিকারের মতো৷
ফোটো অ্যাপে স্টিকার তৈরি করা—
ফোটো অ্যাপেও স্টিকার তৈরি করা যেতে পারে।
টেক্সট এসএমএসে স্টিকার—
এসএমএস টেক্সটে স্টিকার ব্যবহার করা সম্ভব হলেও, প্রাপক তা নাও পেতে পারেন।
advertisement
iOS 17 চালিত iPhones-এ Messages-এ স্টিকার তৈরির পদ্ধতি—
১. iOS 17 চালিত iPhone-এ Messages অ্যাপ খুলতে হবে।
২. স্টিকার অ্যাক্সেস করতে, + আইকনে আলতো চাপ দিয়ে মেনু থেকে স্টিকার নির্বাচন করতে হবে।
৩. নিজের মতো স্টিকার তৈরি করতে, স্টিকার আইকনে আলতো চাপ দিয়ে নতুন স্টিকার নির্বাচন করে নিতে হবে। তারপর স্টিকারটিকে বার্তায় টেনে এনে ড্রপ করতে হবে।
advertisement
৪. আগে তৈরি করা স্টিকার ব্যবহার করতে, স্টিকার ড্রয়ারে ইমোজি বা মিমোজি আইকনে আলতো চেপে বার্তায় পাঠানোর জন্য স্টিকারটি নির্বাচন করে নিতে হবে।
৫. বার্তায় একাধিক স্টিকার স্ট্যাক করা যেতে পারে।
৬. যাঁরা এখনও কোনও স্টিকার তৈরি করেননি, তাঁরা দ্বিতীয় আইকনটি ব্যবহার করে ইমোজি বা মেমোজি স্টিকার ব্যবহার করা শুরু করতে পারেন৷
iOS 17-এ এই স্টিকার ব্যবস্থাটি আরও উন্নত করা হয়েছে। মনের ভাব প্রকাশের জন্য আরও মজাদার পদ্ধতি ব্যবহার করার জন্যই এই কৌশল। তবে স্টিকার ব্যবহার করতে গেলে একটা অতিরিক্ত ট্যাপ করতে হবে, নতুন + আইকনে। অন্য iOS-এর থেকে এখানে iOS 17 আলাদা।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iOS 17-এ বানানো যাবে ইমোজি! কীভাবে তৈরি করবেন দেখে নিন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement