BSNL নিয়ে এল ৫০ টাকার কমে আকর্ষণীয় প্রিপেড প্ল্যান! জেনে নিন বিশদে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Sayani Rana
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই সস্তার প্রিপেড প্ল্যানের সমস্ত খুঁটিনাটি।
ভারত সঞ্চার নিগম লিমিটেড: ভারত সঞ্চার নিগম লিমিটেড, সংক্ষেপে BSNL গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। ভারত সঞ্চার নিগম লিমিটেড এমন একটি টেলিকম অপারেটর, যা তার গ্রাহকদের তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যের প্ল্যান অফার করে৷ রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেডের এমনএকটি প্রিপেড প্ল্যান রয়েছে, যার দাম ৫০ টাকারও কম। শুনতে আজব লাগলেও ভারত সঞ্চার নিগম লিমিটেডের ৫০ টাকার কমের এই প্রিপেড প্ল্যানে গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় সুবিধা। এক নজরে দেখে নেওয়া যাক ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই সস্তার প্রিপেড প্ল্যানের সমস্ত খুঁটিনাটি।
ভারত সঞ্চার নিগম লিমিটেড প্রদত্ত সস্তার প্রিপেড প্ল্যানগুলির মধ্যে এটি একটি উল্লেখযোগ্য প্ল্যান, যার সম্পর্কে সকলের জানা দরকার। ভারত সঞ্চার নিগম লিমিটেডের সস্তার এই প্রিপেড প্ল্যানের দাম ৪৮ টাকা। ভারত সঞ্চার নিগম লিমিটেডের ৪৮ টাকার প্রিপেড প্ল্যানটি ১০ টাকা মূল্যের ব্যবহার মূল্য সহ আসে। এটি কলের জন্য প্রযোজ্য, যা প্রতি মিনিটে ২০ পয়সা চার্জ করা হয়। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যানটি কোনও ডেটা বা এসএমএস সুবিধার সঙ্গে আসে না। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই সস্তার প্রিপেড প্ল্যান ৩০ দিনের জন্য বৈধ।
advertisement
advertisement
ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যানটি সেই সকল ব্যবহারকারীদের জন্য সবচেয়ে উপযুক্ত, যাঁরা তাঁদের BSNL নম্বরের জন্য বর্ধিত বৈধতা খুঁজছেন। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই সস্তার প্রিপেড প্ল্যানটি মূলত একটি ভয়েস কল ভাউচার, যা বিদ্যমান প্ল্যানের উপরে ব্যবহার করা যেতে পারে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্রিপেড প্ল্যান সেকেন্ডারি সিম কার্ডের জন্য অর্থপূর্ণ। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই ৪৮ টাকার প্ল্যানটি সমস্ত প্রিপেড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। এটি BSNL-এর Selfcare অ্যাপের মাধ্যমে রিচার্জের জন্য উপলব্ধ৷ অ্যাপটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ব্যবহারকারীদের জন্যও উপলব্ধ।
advertisement
অন্য দিকে, রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা বিএসএনএল ডিসেম্বরে ছোট আকারে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা করছে এবং তারপরে আগামী বছরের জুনের মধ্যে এটি সারা দেশে চালু করার পরিকল্পনা করছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পি কে পুরওয়ার শনিবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে পিটিআই-এর সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন যে, কোম্পানি জুনের পরে ৪জি পরিষেবা ৫জি-তে আপগ্রেড করার পরিকল্পনা করছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 11, 2023 7:18 PM IST










