Instagram-এ ব্লু টিক চান? দেখে নিন অ্যাকাউন্ট ভেরিফাই করার সহজ উপায়

Last Updated:

ইনস্টাগ্রাম অনুরোধ অনুমোদন করার আগে, ব্যবহারকারীদের নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এক নজরে জেনে নেওয়া যাক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করার উপায়।

Instagram Tips: বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম অন্যতম জনপ্রিয় অ্যাপ। এটি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। পুরো বিশ্ব জুড়েই এর বহু সংখ্যক ইউজার রয়েছে। ইউজাররা এই প্ল্যাটফর্মে প্রচুর সংখ্যক ফটো এবং ভিডিও শেয়ার করেন। এছাড়াও ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে রিল তৈরি করা হয়। এখন ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের প্রভাব খুবই বেশি।
ইনস্টাগ্রাম জনপ্রিয় অ্যাকাউন্টগুলি যাচাই করে ভেরিফাই ক্রেডিট দেয় এবং সেই অ্যাকাউন্টের পোস্টে সত্যতার একটি স্ট্যাম্প দেয়। এর জন্য প্রায় সকল ইনস্টাগ্রাম ইউজারদের নিজেদের অ্যাকাউন্ট ভেরিফাই করানোর প্রয়োজন রয়েছে। কিন্তু এর জন্য কয়েকটি উপায় রয়েছে। সেই উপায় ফলো করার পরে ইনস্টাগ্রামের উপরে পুরো বিষয়টি নির্ভর করে।
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
অর্থাৎ তারাই ঠিক করে কোন ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে ব্লু টিক যোগ করা হবে। যে কোনও ইনস্টাগ্রাম ব্যবহারকারী সরাসরি অ্যাপ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আবেদন করতে পারেন। সেই প্রক্রিয়াটি মোটামুটি সহজ, তবে ইনস্টাগ্রাম অনুরোধ অনুমোদন করার আগে, ব্যবহারকারীদের নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এক নজরে জেনে নেওয়া যাক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করার উপায়।
advertisement
advertisement
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করার উপায় -
ইনস্টাগ্রামের হেল্প সাইট অনুসারে, একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থাকার জন্য কিছু বৈশিষ্ট্যের সন্ধান করা হয়। ভেরিফিকেশনের জন্য আবেদন করার আগে ইউজারদের তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। সেগুলো হল সেই অ্যাকাউন্টটি খাঁটি, উল্লেখযোগ্য এবং অনন্য হতে হবে।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
ইউজার যদি মনে করেন যে, তিনি উপরের তিনটি মানদণ্ড পূরণ করেছেন, তাহলে তিনি ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারেন। আবেদনের জন্য প্রথমে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাপ খুলতে হবে। এরপর অ্যাপের স্ক্রিনের নিচের ডানদিকে নিজেদের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এরপর নিজেদের প্রোফাইলের উপরের ডানদিকের তিনটি বারে ক্লিক করতে হবে। এরপর সেটিং অপশন সিলেক্ট করতে হবে। এরপর সেই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে।
advertisement
এরপর সেটিংসে গিয়ে নিজেদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের অনুরোধ করতে হবে। এটি যাচাই করার জন্য, এখানে ইউজারদের পুরো নাম, একটি অফিসিয়াল নথির ছবি (যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, বা ব্যবসায়িক ট্যাক্স ফাইলিং) আপলোড করতে হবে।
এরপর ইউজারদের অ্যাকাউন্টকে সবচেয়ে ভাল ভাবে সংজ্ঞায়িত করে একটি বিভাগ নির্বাচন করতে হবে, যেমন ব্লগার/ব্র্যান্ড/সংস্থা বা সংবাদ/মিডিয়া। ইউজারদের এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরে, নীল সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর ইনস্টাগ্রামের তরফে ৩০ দিনের মধ্যে সেই অ্যাকাউন্ট ভেরিফিকেশনের বিবরণ পাঠানো হবে। অর্থাৎ তখনই জানা যাবে সেই অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কি না!
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Instagram-এ ব্লু টিক চান? দেখে নিন অ্যাকাউন্ট ভেরিফাই করার সহজ উপায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement