Instagram Reels- এ এসেছে নতুন ফিচার! ডাইনলোড করতে হলে...
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
তবে কারা এই রিলস ডাউনলোড করে নিতে পারবেন, তা স্থির করতে পারবেন ওই অ্যাকাউন্টের মালিক নিজে। তাঁর স্থির করা প্রাইভেসি সেটিংস-ই নির্ধারণ করে দেবে।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে ক্রমাগত উন্নতি করার চেষ্টা করছে সংস্থাগুলি। গত এক বছরে অনেকখানি বদলে গিয়েছে Instagram। এবার Instagram-এ আসছে বিশেষ ফিচার। পাবলিক অ্যাকাউন্ট থেকে রিল ডাউনলোড করে নেওয়ার বিশেষ সুযোগ দেওয়া হবে ব্যবহারকারীদের। গত জুলাই মাস থেকে এই ফিচার কাজ করছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার সারা বিশ্বেই তা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
তবে কারা এই রিলস ডাউনলোড করে নিতে পারবেন, তা স্থির করতে পারবেন ওই অ্যাকাউন্টের মালিক নিজে। তাঁর স্থির করা প্রাইভেসি সেটিংস-ই নির্ধারণ করে দেবে।
তবে পাবলিক অ্যাকাউন্ট হলে সেখানে শেয়ার করা রিল যেকোনও ব্যবহারকারী ডাউনলোড করে নিতে পারেন। তাঁরা চাইলে সেই রিলস শেয়ারও করতে পারবেন।
advertisement
advertisement
তবে মনে রাখতে হবে, ডাউনলোড করা রিলগুলিতে জলছাপ (Watermark) আসবে। সেখানে ব্যবহারকারীর নাম এবং অডিও ফিচার থাকবে। কোনও ভাবেই ডাউনলোড করা ওই রিল ভিডিও বাণিজ্যিক ভাবে ব্যবহার করা যাবে না। সেই অনুমতি দেবে না Instagram। তবে এটাও ঠিক যে একবার ডাউনলোড করা হয়ে গেলে ওই রিলস নিয়ে কোনও ব্যক্তি কী করবেন, তা Instagram নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা সংস্থার তরফে স্পষ্ট জানানোও হয়েছে।
advertisement
একটি ব্লগ পোস্টে Instagram জানিয়েছে, ১৮ বছরের কম বয়সী Instagram ব্যবহারকারীদের জন্য রিল ডাউনলোড করার ডিফল্ট সেটিংস বন্ধ রাখা হবে। তবে সেটি যেকোনও সময় চালু করা যেতে পারে।
কোনও প্রাইভেট অ্যাকাউন্ট থেকে কেউ রিল ডাউনলোড করতে পারবে না।
কীভাবে ডাউনলোড করার অনুমতি দেওয়া যাবে—
১. রিল রেকর্ড ও এডিট করে ডানদিকে আলতো চাপ দিতে হবে।
advertisement
২. নিচে More Options-এ ট্যাপ করতে হবে।
৩. আরও নিটে স্ক্রোল করে গিয়ে সেটিংস অন বা অফ করে দিতে হবে।
৪. যদি কেউ শুধুমাত্র নির্দিষ্ট রিল ডাউনলোড করার অনুমতি দিতে চান, তাহলে তাও পারেন। সেক্ষেত্রে সিলেক্ট করে নিতে হবে সমস্ত রিল ডাউনলোড করার অনুমতি দেওয়া হবে নাকি শুধু বর্তমানটি।
৫. এরপপ উপরের বাঁদিকে ট্যাপ করে ফিরে গিয়ে তা শেয়ার করে দিতে হবে।
advertisement
অ্যাকাউন্ট প্রাইভেসি থেকেও এই কাজটি করা যায়—
একেবারে নিচে ডানদিকে নিজের প্রোফাইল ফোটোতে গিয়ে উপরে ডানদিকে More অপশনে ট্যাপ করতে হবে। সেখানে Settigns & Privacy-তে গিয়ে Reel and Remix-এ যেতে হবে। এখানেই টগল করে অন বা অফ করে দিতে হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2023 8:53 PM IST