বসের ঘ্যানঘ্যানানি! চাকরি করে ক্লান্ত? Instagram-এ উপার্জনের কায়দা জেনে নিন
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Instagram: চাকরি ছাড়তে চাইছেন অনেকে। কিন্তু পারছেন না! ইনস্টাগ্রামে উপার্জনের পথ আছে কিন্তু।
কলকাতা: সারাদিন Instagram-এ আটকে থাকে চোখ! নানা রকমের রিল পোস্ট করাই সারাদিনের কাজ! তাহলে এবার এই স্বভাবের জন্যই খুলে যেতে পারে ভাগ্য। কারণ, Instagram তার গ্রাহকের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে। যেসব ব্যবহারকারীর ফলোয়ার ১০০০-১২০০, তাঁরা মার্কেটিং করেও অর্থ উপার্জন করতে পারেন।
কীভাবে Instagram থেকে অর্থ উপার্জন করা যায়!
এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের ১০০০-১২০০ ফলোয়ার রয়েছে, যাঁদের পোস্ট কয়েক হাজার মানুষের কাছে পৌঁছায়। কিন্তু তাঁদের কোনও ব্র্যান্ড বিজ্ঞাপন দেয় না, Instagram-ও কোনও বোনাস প্ল্যানের সুবিধা দেয় না।
advertisement
আরও পড়ুন- অকল্পনীয় ভাবে কমাল সংস্থা, Nokia X30 5G-র নতুন দাম কত হল জানলে চমকে যাবেন
এমন ব্যক্তিদের জন্য একটি ‘সোশ্যাল কারেন্সি পেমেন্ট কার্ড’ চালু করা হয়েছে। এর নাম WYLD। এই পেমেন্ট কার্ডটি VISA দ্বারা চালিত। কমপক্ষে ১০০০ ফলোয়ার থাকলেই পাওয়া যাবে এটি।
advertisement
প্রাথমিক ভাবে পরীক্ষার জন্য আলফা পর্যায়ে মুম্বইয়ের ৫০০০ ব্যবহারকারীর কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। বিটা পর্বে, আরও ১০,০০০ ব্যবহারকারীকে আমন্ত্রণ পাঠানো হবে।
WYLD একটি ফিনটেক এবং মার্কেটিং কোম্পানি। এই সংস্থা প্রযুক্তির সাহায্যে ফিনান্সিয়াল ও মার্কেটিং সল্যুশন দেয়। ২০২১ সালে চালু হওয়া এই সংস্থাটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের গুরুত্ব দেয়।
WYLD স্কোর গণনা করার জন্য, কোম্পানি ব্যবহারকারীদের পোস্টের ফ্রিকোয়েন্সি, এর রিচ পরীক্ষা করে। পাশাপাশি পোস্টে কেমন প্রতিক্রিয়া আসছে বা লোকে কতক্ষণ তা দেখছে তার ভিত্তিতে WYLD স্কোর হয়।
advertisement
WYLD কার্ড দিয়ে কেনাকাটা করা যাবে। এর পরে, নিজের কেনাকাটা সম্পর্কিত পোস্টটি Instagram-এ পোস্ট করতে হবে। এই পোস্টে যে ধরনের এনগেজমেন্ট আসবে তার উপর নির্ভর করে, ব্যবহারকারীদের ৩০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, WYLD দুশোটিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই ব্র্যান্ডগুলির মধ্যে যেমন রয়েছে রেস্তোরাঁ, বার, তেমনই রয়েছে ফ্যাশন, প্রসাধনী, ইলেকট্রনিকস প্রভৃতি ব্র্যান্ড।
advertisement
আরও পড়ুন- স্রেফ ৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ৫জি স্মার্টফোন, ফিচারও মন্দ নয়
এখন বিভিন্ন ব্র্যান্ড তাদের ফলোয়ার এবং পোস্টের রিচ-এর ভিত্তিতে Instagram ইনফ্লুয়েন্সারদের সঙ্গে চুক্তি করে।
WYLD-এর ক্ষেত্রে ব্যবহারকারীকে কোনও একটি ব্র্যান্ডের সঙ্গে আবদ্ধ করা হবে না।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 7:24 PM IST