এবার এআই জেনারেটেড প্রোফাইল পিকচার Instagram-এ, দেখে নিন পদ্ধতি
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Suman Majumder
Last Updated:
এবার Instagram ব্যবহারকারীদের জন্য এল এক দারুণ সুখবর! আসলে Meta-র এআই শীঘ্রই এই ফিচারকে আরও উন্নত করার অনুমতি দিতে পারে Instagram-কে।
কলকাতা: ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় অ্যাপ হল Instagram। ফটো শেয়ারিং এই অ্যাপের মাধ্যমে বন্ধুবান্ধবদের সঙ্গে সংযোগ তো বজায় রাখা যায়ই, সেই সঙ্গে অচেনা মানুষদের সঙ্গেও বন্ধুত্ব তৈরি করা সম্ভব। এর পাশাপাশি সময়ে সময়ে এই অ্যাপে ছবি পোস্ট করে নানা ধরনের আপডেট ভাগ করে নিতে পারেন ব্যবহারকারীরা।
এবার Instagram ব্যবহারকারীদের জন্য এল এক দারুণ সুখবর! আসলে Meta-র এআই শীঘ্রই এই ফিচারকে আরও উন্নত করার অনুমতি দিতে পারে Instagram-কে। যার ফলে আরও ব্যবহারকারী এর টুলগুলি ব্যবহার করতে পারবেন। তাই ব্যবহারকারীদের জন্য এআই-জেনারেটেড প্রোফাইল পিকচার রাখার অপশনের উপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে Instagram। যা Meta’a Llama 3 AI মডেল দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছে।
advertisement
আরও পড়ুন- নিলামে দর ওঠে কোটি-কোটি টাকা, কিন্তু আইপিএলে প্লেয়াররা হাতে পায় কত?
Alessandro Paluzzi নামে একটি টিপস্টারের তরফে এই ফিচারের বিশদ তথ্য সামনে এসেছে। Alessandro Paluzzi আসলে একজন ডেভেলপার। তিনি আসন্ন রিলিজগুলির উপর নজর রাখেন।
advertisement
ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারের জন্য এআই-এর ব্যবহার:
Meta-র AI juggernaut ইতিমধ্যেই মোবাইল ও ডেক্সটপে এআই চ্যাটবটকে লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছে অ্যাক্সেসযোগ্য করে WhatsApp-এর উপর নিজেদের প্রভাব তৈরি করেছে। আর এআই মডেলের সঙ্গে Instagram-এর পরবর্তী লক্ষ্য হতে চলেছে। যা ধীরে ধীরে আকার ধারণ করছে। যদিও এটি আপাতত পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে Instagram-এ যাঁরা এআই দিয়ে ছবি তৈরি করতে চান, তাঁরা অনিবার্য ভাবে সেই সুযোগ পাবেন।
advertisement
আরও পড়ুন- ‘ও জিতবে না, আমি জিতব’, স্মিথকে আউট করার ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি! হুঙ্কার অশ্বিনের
Instagram AI Profile Picture: এটা কীভাবে কাজ করবে?
তিনি আরও বলেন যে, Instagram-এর প্রোফাইল পিকচারে ক্লিক করতে পারেন ব্যবহারকারী। যেখানে এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিজেদের এআই প্রোফাইল পিকচার ক্রিয়েট করার বিকল্প দেবে। এখন অন্য ছবি সোর্সিংয়ের মাধ্যমে কিংবা টেক্সট প্রম্পটস ব্যবহার করে এই ইমেজ জেনারেশন হবে কি না, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে Meta-র বিষয়ে যত দূর বোঝা যায় যে, এই দুই অপশনই থাকতে পারে।
advertisement
নিজেদের এআই মডেল তৈরি করার জন্য নানা ধরনের পথ খোলা আছে Meta-র সামনে। শুধু তা-ই নয়, নিজেদের সার্ভারে থাকা ডেটার প্রশিক্ষণেরও পথ খোলা রয়েছে। যা সব সময় রেগুলেটরি উদ্বেগের উদ্রেক করে। এটা বিশেষ করে তাঁদের ক্ষেত্রে আরও বেশি করে প্রযোজ্য, যাঁরা ইউরোপীয় ইউনিয়ন এলাকায় বসবাস করেন। তবে যে ভাবেই হোক, Meta-র মালিকানা থেকে উপকৃতই হবে Instagram। এর পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে এই এআই টুলগুলিও পেতে থাকবে তারা।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 19, 2024 8:42 PM IST










