Ind vs Aus: 'ও জিতবে না, আমি জিতব', স্মিথকে আউট করার 'ব্রহ্মাস্ত্র' তৈরি! হুঙ্কার অশ্বিনের

Last Updated:
India vs Australia: ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দুই দেশের লড়াইয়ের পাশাপাশি একাধিক ব্যক্তিগত দ্বৈরথও থাকে যা বেশ উপভোগ্য হয়ে থাকে। তারমধ্যে অন্যতম হল রবিচন্দ্রন অশ্বিন বনাম স্টিভ স্মিথের লড়াই।
1/6
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দুই দেশের লড়াইয়ের পাশাপাশি একাধিক ব্যক্তিগত দ্বৈরথও থাকে যা বেশ উপভোগ্য হয়ে থাকে। তারমধ্যে অন্যতম হল রবিচন্দ্রন অশ্বিন বনাম স্টিভ স্মিথের লড়াই।
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দুই দেশের লড়াইয়ের পাশাপাশি একাধিক ব্যক্তিগত দ্বৈরথও থাকে যা বেশ উপভোগ্য হয়ে থাকে। তারমধ্যে অন্যতম হল রবিচন্দ্রন অশ্বিন বনাম স্টিভ স্মিথের লড়াই।
advertisement
2/6
বিশ্বের অন্য তম সেরা ব্যাটারের বিরুদ্ধে আরও একবার সেই দ্বৈরথ শুরুর আগে বড় কথা বলে দিলেন ভারতের তারকা স্পিনার। স্মিথকে আউট করার জন্য যে তিনি আলাদা করে 'ব্রহ্মাস্ত্র' তৈরি করে রেখেছেন তা সাফ জানিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।
বিশ্বের অন্য তম সেরা ব্যাটারের বিরুদ্ধে আরও একবার সেই দ্বৈরথ শুরুর আগে বড় কথা বলে দিলেন ভারতের তারকা স্পিনার। স্মিথকে আউট করার জন্য যে তিনি আলাদা করে 'ব্রহ্মাস্ত্র' তৈরি করে রেখেছেন তা সাফ জানিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।
advertisement
3/6
স্মিথকে যথেষ্ট সমীহ করলেও অশ্বিন জানিয়েছেন,"স্মিথ স্পিন খুবই ভাল খেলে। ওর নিজের পরিকল্পনা অনুযায়ী ব্যাট করে। ওর একটা আলাদা ধরন রয়েছে। তবে পরিকল্পনা বছরের পর বছর ঘাঁটাঘাঁটি করে ওকে আউট করার রাস্তা পেয়েছি আমি"।
স্মিথকে যথেষ্ট সমীহ করলেও অশ্বিন জানিয়েছেন,"স্মিথ স্পিন খুবই ভাল খেলে। ওর নিজের পরিকল্পনা অনুযায়ী ব্যাট করে। ওর একটা আলাদা ধরন রয়েছে। তবে পরিকল্পনা বছরের পর বছর ঘাঁটাঘাঁটি করে ওকে আউট করার রাস্তা পেয়েছি আমি"।
advertisement
4/6
এছাড়াও অশ্বিন বলেছেন,"প্রথমের দিকে মনে হত ওকে আউট করতে পারব না আমি। লড়াইয়ে ওই জিতে যাবে। তবে আইপিএলে একাধিক দলে একসঙ্গে খেলার সময় নেটে দীর্ঘক্ষণ ওর ব্যাটিং দেখে কমজুরি বার করে ফেলেছি"।
এছাড়াও অশ্বিন বলেছেন,"প্রথমের দিকে মনে হত ওকে আউট করতে পারব না আমি। লড়াইয়ে ওই জিতে যাবে। তবে আইপিএলে একাধিক দলে একসঙ্গে খেলার সময় নেটে দীর্ঘক্ষণ ওর ব্যাটিং দেখে কমজুরি বার করে ফেলেছি"।
advertisement
5/6
শেষে ভারতের তারকা স্পিনার বলেছেন,"কোন জিনিসটা পছন্দ করে স্মিথ, কোনটা করে না তা বুঝে গিয়েছে। স্মিথের ব‌্যাটিং ভালো করে খেয়াল করার পর আমার মনে হয়েছে, ওকে আউট করতে আমি পারব। ও জিতবে না, আমি জিতব"।
শেষে ভারতের তারকা স্পিনার বলেছেন,"কোন জিনিসটা পছন্দ করে স্মিথ, কোনটা করে না তা বুঝে গিয়েছে। স্মিথের ব‌্যাটিং ভালো করে খেয়াল করার পর আমার মনে হয়েছে, ওকে আউট করতে আমি পারব। ও জিতবে না, আমি জিতব"।
advertisement
6/6
প্রসঙ্গত, ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। মেগা এই সিরিজে আরও একবার অশ্বিন বনাম স্মিথের দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
প্রসঙ্গত, ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। মেগা এই সিরিজে আরও একবার অশ্বিন বনাম স্মিথের দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
advertisement
advertisement
advertisement