Insect Killer: পোকার দাপটে অস্থির! বর্ষায় ভরসা পেতে আজই কিনে নিন এই ডিভাইসটি

Last Updated:

Insect Killer: প্রকৃতির নিয়মেই বৃষ্টি শুরু হলে ঘরে ঘরে আরও বেশি করে পোকা ঢুকতে শুরু করে। বিশেষ করে সন্ধ্যার পর আলো জ্বালালে তার চারপাশে ঘুরতে শুরু করে নানা প্রজাতির পোকা, ঝাঁকে ঝাঁকে।

নয়া দিল্লি:  প্রচণ্ড গরমের পর বৃষ্টি নেমেছে। চারদিকে মানুষ স্বস্তির শ্বাস ফেলেছে। কিন্তু দাবদাহ আর ঘর্মাক্ত আবহাওয়া থেকে স্বস্তি মিললেও, সমস্যা তৈরি হচ্ছে অন্য জায়গায়। একটানা বৃষ্টির ফলে যেকোনও এলাকায় পোকা-মাকড়ের উৎপাতও বেড়ে গিয়েছে। শহর হোক বা গ্রাম সন্ধ্যার পর ঘরের আলো জ্বালালেই নানা ধরনের পোকা উড়ে আসতে শুরু করে। এমনকী খাবার দাবারেও পোকা উড়ে পড়তে শুরু করে। এরই সঙ্গে বেড়ে যায় টিকটিকির উৎপাত।
এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে একটি বিশেষ ডিভাইস। মাত্র হাজার দুয়েক টাকায় সেই যন্ত্র কিনে নিলে পোকা মাকড়ের উৎপাত থেকে নিস্তার মিলতে পারে। প্রকৃতির নিয়মেই বৃষ্টি শুরু হলে ঘরে ঘরে আরও বেশি করে পোকা ঢুকতে শুরু করে। বিশেষ করে সন্ধ্যার পর আলো জ্বালালে তার চারপাশে ঘুরতে শুরু করে নানা প্রজাতির পোকা, ঝাঁকে ঝাঁকে। মানুষ নানা রকম কৌশল করার চেষ্টা করে, কিন্তু খুব বেশি লাভ হয় না।
advertisement
advertisement
এই পোকাদের হাত থেকে নিস্তার পেতে ঘরোয়া টোটকা যদি কাজে না আসে, তাহলে অনায়াসে কিনে নেওয়া যেতে পারে একটি ‘বাগ জ্যাপার’। এটি এমন একটি যন্ত্র যা আলোর দ্বারা উড়ন্ত পোকামাকড়কে আকৃষ্ট করে মেরে ফেলে। এই রকম একটি ডিভাইস হল iBELL 20W OS102IK ইনসেক্ট কিলার মেশিন। Amazon থেকে মাত্র ২,১১৫ টাকায় কিনে নেওয়া যেতে পার। বাড়ি, অফিস বা হোটেল-রেস্তোরাঁর যেকোনও জায়গায় রাখা যায়।
advertisement
আরও পড়ুন:
এই ডিভাইসটিতে রয়েছে একটি UV বাল্ব রয়েছে, যা বেশিরভাগ পোকামাকড়কে আকর্ষণ করে। তারপর এই যন্ত্রে লাগানো ধাতব গ্রিডের সংস্পর্শে আসা মাত্রই পোকাগুলি মারা যায়। কারণ এতে বিদ্যুৎ সংযোগ থাকে। তবে তা এতই কম পরিমাণে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে যা মানুষের জন্য একেবারে নিরাপদ। মনে রাখতে হবে, এই যন্ত্রটি মশার জন্য একেবারেই কার্যকরী নয়। Amazon-এ এই বিষয়ে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। এই ডিভাইসটির বিশেষত্ব হল এটি থেকে কোনও স্প্রে, ধোঁয়া বা বিষ নির্গত হয় না।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Insect Killer: পোকার দাপটে অস্থির! বর্ষায় ভরসা পেতে আজই কিনে নিন এই ডিভাইসটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement