Afran Nisho: কলকাতায় 'সুড়ঙ্গ'! আসছেন আফরান নিশো! বাংলাদেশ কাঁপিয়ে এবার বাংলার পালা! বিরাট ঘোষণা

Last Updated:

Afran Nisho: বাংলাদেশের পর এবার কলকাতার পালা। সুড়ঙ্গ- নিয়ে আসছেন আফরান নিশো! জানুন

কলকাতা: মেঘ ডাকছে তীব্র আওয়াজ করে। বিদ্যুতের চমকে গায়ে কাটা দিচ্ছে। অন্ধকারে একটা বাড়ি দেখা যাচ্ছে। সেখান থেকেই হেঁটে সামনে আসছে সে! কে সে? তিনি আর কেউ নন আফরান নিশো। বাংলাদেশের সেনসেশন! ছোট পর্দা অর্থাৎ বাংলাদেশের নাটকে তিনি কাজ করছেন বহুদিন ধরেই। এক একটা মাস্টারপিস কন্টেন্ট আর তেমন অভিনয়। এ ছেলের অভিনয় আপনাকে প্রেমে ফেলবেই! সেই আফরান নিশোকেই প্রথমবার দেখা গেল বড় পর্দায়! মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘সুড়ঙ্গ’! বাংলাদেশে প্রায় সব কটি হলেই মুক্তি পেয়েছে এই ছবি। জানা যায়, আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে ২৮টি সিনেমা হলে। এটি বাংলা দেশের সব কটি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে।
ছবির পরিচালক রায়হান রাফী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন, ‘বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, সনি ও এসকে এস-এ “সুড়ঙ্গ’ সিনেমার অগ্রিম টিকিট ছাড়ার পর মুহূর্তের মধ্যেই প্রথম দিনের প্রায় সকল টিকিট শেষ! আপনাদের এই ভালোবাসাই আমাদের ভবিষ্যতে পথচলার সাহস দেয়, অনুপ্রেরণা দেয়!” তবে এখানেই শেষ নয়। এবার বড় ঘোষণা করল এসভিএফ। পশ্চিমবঙ্গেও মুক্তি পেতে চলেছে এই ছবি। এসভিএফ তাঁদের সোশ্যাল মাধ্যমে জানিয়েছে, “মাসুদ কত দূর যাবে নিজের ভালবাসা ময়না-র জন্য… প্রথমবার আসছে বড় পর্দায় Afran Nisho, খুব শীঘ্রই দেখা হবে সিনেমাহলে। Releasing In West Bengal Soon”! তবে কবে কলকাতায় এই ছবি দেখানো হবে তা স্পষ্ট করা হয়নি।
advertisement
advertisement
কলকাতাতেও কিন্তু আফরান নিশোর দারুণ ভক্ত সংখ্যা! চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিডেটের যৌথ প্রযোজনায় আর রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমা দিয়েই বড় পর্দায় মুক্তি পেয়েছে। আফরান নিশোর সঙ্গে থাকছেন তমা মির্জা। কয়েক বছর ধরে সত্য ঘটনা অবলম্বনে প্রেক্ষাগৃহ ও ওটিটির জন্য কনটেন্ট তৈরি করে আলোচনায় রায়হান রাফী। সুড়ঙ্গও তাই। ছবিটি সম্পর্কে আগে দেওয়া এক সাক্ষাৎকারে রাফী বলেছিলেন, ‘এটি তাঁর স্বপ্নের কাজ হতে যাচ্ছে। ছবিটি করতে গিয়ে তাঁর অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল লোকেশন। ভারত-বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে শুট করেছেন। এমন সব জায়গা, যেখানে বছরের অর্ধেক সময় জল থাকে। সেখানে সেট বানানো, ২০০ জনের টিম নিয়ে কাজ করাটা ছিল বড় চ্যালেঞ্জ।” তবে ছবি মুক্তি পেতেই শোরগোল শুরু। তবে কলকাতায় এ ছবির মুক্তি নিয়ে পরিচালক জানান, “‘এটা সত্যিই আনন্দের খবর। সুড়ঙ্গ কলকাতাসহ পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোতে দেখা যাবে। আমরা আশা করছি সেখানে ভাল সাড়া পাব।’
advertisement
আরও পড়ুন:
বাংলাদেশের দর্শক তো খুশি। এবার এপার বাংলার দর্শক আফরান নিশোর অপেক্ষায় দিন গুণছে। এই ছবি প্রসঙ্গে আফরান নিশো জানিয়েছেন, “‘সবার অ্যাপ্রিসিয়েশনে আমি মুগ্ধ। আমার কাজ নিয়ে সবাই যেভাবে বলছেন, এ জন্য আমি আমার মন থেকে কৃতজ্ঞ। ভালবাসা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এত ভালবাসা আমি রাখব কোথায়?” আসলে আফরান নিশোর অভিনয় একবার দেখলে আপনি ভালবাসতে বাধ্য। বাংলাদেশের কন্টেন্ট যে কতটা এগিয়ে গিয়েছে, তা যারা ওপার বাংলার নাটক দেখেননি, তারা ভাবতেও পারবেন না। আমাদের বাংলা সিরিয়াল ও দেশে নেই। নতুন গল্পে প্রতিদিন কয়েক গোল দিচ্ছেন আফরান নিশোরা!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Afran Nisho: কলকাতায় 'সুড়ঙ্গ'! আসছেন আফরান নিশো! বাংলাদেশ কাঁপিয়ে এবার বাংলার পালা! বিরাট ঘোষণা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement