চিনা অ্যাপ TikTok-কে দূর করতে মরিয়া ভারতীয়রা, রব উঠেছে #BanTikTok

Last Updated:

TikTok অ্যাপ বন্ধ করা নিয়ে এর আগেও সোরগোল হয়েছিল৷ তবে সেই বিতর্ক দূরে সরিয়ে ভারতে নিজেদের বাজার খুবই ভাল চলছিল চিনা অ্যাপের৷ তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই মজে ছিলেন TikTok ভিডিও বানাতে৷

#নয়াদিল্লি: TikTok-র জনপ্রিয়তা আর চাইছেন না ভারতীয়রা৷ চিনা এই অ্যাপ এখন মাথাব্যথার কারণ হয়েছে দাঁড়িয়ে ভারতের জন্য৷ তাই তো এই অ্যাপের রেটিং খারাপ প্রমাণে মরিয়া হয়ে উঠেছেন অনেকে৷ নেটিজেনরা চাইছেন দেশ থেকে দূর হোক এই অ্যাপ, কারণ এতে একটি ভিডিও আপলোড হয়েছে যাতে অ্যাসিড অ্যাটাকের মত ঘটনাকে প্রাধান্য দেওয়া হয়েছে৷ এবং এর ফলেই চটেছেন নেটিজেনরা৷
TikTok অ্যাপ বন্ধ করা নিয়ে এর আগেও সোরগোল হয়েছিল৷ তবে সেই বিতর্ক দূরে সরিয়ে ভারতে নিজেদের বাজার খুবই ভাল চলছিল চিনা অ্যাপের৷ তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই মজে ছিলেন TikTok ভিডিও বানাতে৷ তাই কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তায় অনেক অ্যাপকে পিছনে ফেলে দিয়েছিল এই অ্যাপটি৷ কিন্তু বাধ সাধল ফয়জল সিদ্দিকির একটি ভিডিও৷ TikTok-এ ১৩ মিলিয়ান ভক্ত রয়েছে তার৷ অর্থাৎ তার একটি ভিডিও বিপুল সাড়া ফেলবে, এটাই স্বাভাবিক৷ আর এখানেই বড় ভুল করলে বসলেন এই তরুণ৷ এমন একটি ভিডিও বানালেন যাতে অ্যাসিড অ্যাটাককে বেশি করে প্রচার করা হল বলেই মত অনেকের৷
advertisement
Image credits: Twitter. Image credits: Twitter.
advertisement
এরপরই শুরু হয় বিতর্ক৷ জাতীয় মহিলা কমিশন জানায় যে TikTok কর্তৃপক্ষকে এই ভিডিওটি সরানোর দাবি জানিয়েছেন তারা৷ এই ভিডিওটি অ্যাসিড আক্রান্তদের ছোট করেছে এবং মহিলা নির্যাতনর কথা বলেছে, যা অপরাধ৷
Image credits: Twitter. Image credits: Twitter.
advertisement
এরপর থেকেই #BanTikTok-র প্রচার শুরু করেছেন নেটিজেনরা৷ TikTok নিয়ে চলছে নেতিবাচক প্রচার৷ ফলে এই অ্যাপের রেটিং অনেকটা কমেছে৷ অনেকে আবার ছবির মারফতে সেই তথ্যও তুলে ধরেছেন৷
Image credits: Twitter. Image credits: Twitter.
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
চিনা অ্যাপ TikTok-কে দূর করতে মরিয়া ভারতীয়রা, রব উঠেছে #BanTikTok
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement