ফোন-সহ সব ডিভাইস চার্জ হবে একটাই চার্জারে! বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
One Charger Solution: একেকরকম ফোনের একেক ধরণের চার্জার। এবার কি সেটা বন্ধ হতে চলেছে?
#কলকাতা: একটাই চার্জার। সেটা দিয়েই চার্জ করা যাবে সমস্ত ডিভাইস। এমন কিছু কি হতে পারে? ফোনসহ সমস্ত রকম ইলেক্ট্রনিক গেজেটে একই চার্জিং সকেট ব্যবহার করা যায় কি না, তা খতিয়ে দেখতে কমিটি গঠন করল কেন্দ্র।
যদি সত্যিই এমন কিছু করা সম্ভব হয়, তা হলে রোজকার জীবনে অনেক ঝক্কি কমবে। যে কোনও মানুষকেই প্রতিটি ডিভাইস-এর জন্য আলাদা চার্জার ব্যবহার করতে হয়। ফোন, ল্যাপটপ সহ একাধিক ডিভাইস কোথাও নিয়ে যেতে হলে সঙ্গে নিতে হয় একাধক চার্জার। আর সেটা যথেষ্ট ঝক্কির!
আরও পড়ুন- নতুন গাড়ি কিনবেন? সুখবর! বাজারে আসতে চলেছে নয়া Swift
মোবাইল ফোন নির্মাতাদের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী রোহিত কুমার সিং। একটি চার্জারে সমস্ত ডিভাইস চার্জ করা যায় কি না, সেটা খতিয়ে দেখার জন্য তিনটি কমিটিকে দায়িত্ব দিল কেন্দ্র।
advertisement
advertisement
একেকটি কোম্পানির ফোনে একেকরকম চার্জার। ফলে অনেক সময় প্রয়োজন না হলেও সাধারণ মানুষকে আলাদা আলাদা চার্জার কিনতে হয়। যা কি না অকারণ খরচ। তা ছাড়া ইলেক্ট্রনিক বর্জের পরিমাণ এখন সারা বিশ্বে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই একটি চার্জার দিয়ে সমস্ত ডিভাইস চার্জ করার কথা ভাবছে বিভিন্ন দেশের সরকার।
একটি চার্জার দিয়ে সমস্ত ডিভাইস চার্জ করা গেলে সাধারণ মানুষের খরচ অনেকটাই কমবে। সেক্ষেত্রে একমাত্র চার্জার খারাপ হলে নতুন করে কিনতে হবে। আর তাই এবার এই নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে কেন্দ্র। তবে গোটা বিষয়টি এখন পরীক্ষার স্তরে। এমন কিছু করা সত্যিই সম্ভব কি না তা খতিয়ে দেখবে তিনটি কমিটি।
advertisement
আরও পড়ুন- যেন ধ্বংসের ইঙ্গিত, তারা বিস্ফোরণ চমকে দিল, নাসার তোলা ছবি হাড়হিম করবে
view commentsপ্রযুক্তি বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, এমন কিছু করে ফেলা সম্ভব। তবে বিভিন্ন সংস্থাগুলি এতে ক্ষতিগ্রস্থ হতে পারে। কারণ চার্জার ও আফটার সেলস সার্ভিস থেকে যে কোনও সংস্থা মুনাফা করে।
Location :
First Published :
August 18, 2022 8:32 PM IST