নতুন গাড়ি কিনবেন? সুখবর! বাজারে আসতে চলেছে নয়া Swift
Last Updated:
আমাদের গোটা দেশে প্রতি মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলগুলির মধ্যে অন্যতম হল Swift
বিগত ২০১৬ সাল থেকে আন্তর্জাতিক বাজারে চালু ছিল বর্তমান প্রজন্মের Swift Compact Hatchback। এর পর ২০১৮ সালের গোড়ার দিকে ভারতেও দারুন সাফল্যের সঙ্গে চালু করা হয়েছিল এই গাড়ি। আর আমাদের গোটা দেশে প্রতি মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলগুলির মধ্যে অন্যতম হল Swift।
আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের শুরুর দিকে বিশ্বব্যাপী মডেল লঞ্চ হওয়ার পর তার ঠিক পরের বছর অর্থাৎ ২০২৪ সালে কোনও একটি বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। আসলে কয়েক সপ্তাহ আগেই এই গাড়ির স্পাই ইমেজ সামনে এসেছিল।
এ-বার ফের এক বার এই গাড়ির প্রোটোটাইপের ছবিগুলিও সামনে এসেছে। যা আসন্ন সংশোধনগুলি নিয়ে, বিশেষ করে এই গাড়ির এক্সটিরিয়র সম্পর্কে একটি বিশদ ধারণা দেবে আমাদের। অভ্যন্তরীণ ভাবে এটি YED কোড নামবিশিষ্ট। এটি সম্ভবত বিদেশে প্রচলিত কড়া সুরক্ষা প্রদানকারী বৈশিষ্ট্য হার্টেক্ট প্ল্যাটফর্মের একটি আপডেট ভার্সনের উপর তৈরি করা হচ্ছে।
advertisement
advertisement
নতুন Swift: এক্সটিরিয়র
এবারের এক্সটিরিয়রের ক্ষেত্রে আউটগোয়িং মডেলের তুলনায় এর বাহ্যিক অংশগুলি তীক্ষ্ণ বলে অনুমান করা হচ্ছে। যাতে একটি প্রশস্ত কেবিন তৈরি করার জন্য সামগ্রিক অনুপাত বাড়তে পারে। সামনের দিকে রিডিজাইন করা বনেটের গঠন একটি ক্ল্যামশেল-আকৃতির ছাঁচের সঙ্গে আসছে। আর বাম্পারের পাশাপাশি হেডল্যাম্প এবং এয়ার ইনটেক একেবারে নতুন রূপে চোখে পড়ছে। বিশেষ করে এলইডি হেডলাইটগুলিও বেশ অনেক সময় পর পরিবর্তন করা হচ্ছে।
advertisement
পিছনের দিকে LED টেল ল্যাম্পগুলি আপডেটেড বাম্পার এবং নয়া রিফ্লেক্টর-সহ ফের ডিজাইন করা হয়েছে। ফগ ল্যাম্প এবং বডি প্যানেল একেবারে নতুন এবং এর পাশাপাশি একটি ইন্টিগ্রেটেড স্পয়লারও রয়েছে। একটি নতুন ড্যাশবোর্ড এবং সেন্টার কনসোল থাকার ফলে ইন্টিরিয়রেও একটি বড়সড় সংশোধন দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
ফিচারের তালিকায় সংশ্লিষ্ট প্রযুক্তি-সহ একটি বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা সিস্টেম, একটি HUD, ছয়টি এয়ারব্যাগ ইত্যাদি সুবিধা পাওয়া যেতে পারে।
view commentsLocation :
First Published :
August 16, 2022 10:44 PM IST