২০০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ ৫জি ফোন মাত্র দশ হাজার টাকায়!

Last Updated:

বিশেষ অফারে প্রায় ১৮ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে দাম নেমে এসেছে ৩১,৯৯৯টাকায়।

কলকাতা: ঠিক এই সময় যাঁরা নতুন একটি স্মার্টফোন কিনতে চাইছেন, বিশেষত যাঁরা খুব ভাল ক্যামেরা-সহ ফোন খুঁজছেন তাঁদের হাতের কাছেই রয়েছে মুশকিল আসান। Infinix Zero Ultra ৫জি স্মার্টফোন এসেছে বাজারে। নতুন এই ফোনটির দাম ৫০ হাজার টাকা হলেও তা কিনে নেওয়া যেতে পারে মাত্র ১০ হাজার টাকায়।
আসলে, Flipkart নিয়ে এসেছে এই সেরা সুযোগ। বাম্পার ডিসকাউন্টে Infinix Zero Ultra পাওয়া যাবে একেবারে সস্তায়। ৪৯,৯৯৯ টাকার এমআরপি-সহ Flipkart-এ সম্প্রতি এসেছে এই ফোনটি। কিন্তু বিশেষ অফারে প্রায় ১৮ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে দাম নেমে এসেছে ৩১,৯৯৯টাকায়।
আরও পড়ুন- ফোনের চার্জার সুইচ বোর্ড থেকে খোলেন না? নিজের কী ক্ষতি করছেন জেনে নিন
এর উপর রয়েছে অনেক ব্যাঙ্ক অফার। সেগুলির সাহায্য পেলে যে কেউ কুপন ও ক্যাশব্যাকের মাধ্যমে ফোনটি কিনে ফেলতে পারে আরও কম দামে। সেই সঙ্গে রয়েছে Flipkart-এর এক্সচেঞ্জ অফার, ২০০০০ টাকা পর্যন্ত। ফলে ফোনটির দাম দাঁড়াবে মাত্র ১০,২৪৯ টাকা। দেখে নেওয়া যাক এই ফোনের বিশেষত্ব কী—
advertisement
advertisement
ফিচার
যাঁরা ছবি তোলার বিষয়ে আগ্রহী এবং শক্তিশালী ক্যামেরা-সহ স্মার্টফোন খুঁজছেন তাঁদের কাছে এটি সুবর্ণ সুযোগ। এতে পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মধ্যে রয়েছে এ
টি ২০০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। তাছাড়াও রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সামনে রয়েছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
থ্রি-ডি কার্ভড এজ ডিসপ্লে
ফোনটিতে একটি ৬.৮-ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট এবং ৩৬০Hz টাচ স্যাম্পলিং রেট। ৮ GB RAM এবং ২৫৬ GB স্টোরেজ-সহ এই ফোনটি MediaTek Dimension 920 প্রসেসর দ্বারা চালিত।
advertisement
ব্যাটারি
ফোনটিতে ১৮০W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৪৫০০mAh ব্যাটারি রয়েছে। নির্মাতা সংস্থার দাবি মাত্র ১২ মিনিটে ১০০ শতাংশ চার্জ হয়ে যায়। সংযোগের জন্য, এই ফোনটিতে ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ v5 এবং Wi-Fi 6-এর মতো ফিচার রয়েছে। রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
২০০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ ৫জি ফোন মাত্র দশ হাজার টাকায়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement