বছর শেষের স্মৃতির সফর, ইনস্টাগ্রামের রিক্যাপ রিলের মজা নেবেন কীভাবে?
- Published by:Suman Majumder
- trending desk
Last Updated:
Insta reels:কীভাবে পুরনো বছরের মুহূর্তগুলিকে ধরে রাখতে ইনস্টাগ্রাম রিক্যাপ রিল তৈরি করা যায়! জেনে নিন।
#কলকাতা: আগে রিক্যাপ সিজন মানে আমাদের ইনস্টাগ্রাম গ্রিডের জন্য সেরা ৯টি ফটোর আলাদা আলাদা কম্পাইল ফাইল বোঝাত। আমরা এই আলাদা আলাদা ফটোগুলিকে একটি ফ্রেমে কম্পাইল করে রিক্যাপ রিল বানাতাম।
তবে এখন ইনস্টাগ্রামের নতুন ফিচারে ব্যবহারকারীরা তাঁদের ২০২২ সালের রিক্যাপ মোমেন্ট তৈরি করে খুব সহজেই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন রিলস টেমপ্লেট। এর জন্য বিশেষ কোনও পরিশ্রমেরও দরকার নেই।
আরও পড়ুন- প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা বাড়ছে ভারতে! বাজেট ফোন কি এবার শেষের মুখে?
এবারে আমরা জেনে নেব কীভাবে পুরনো বছরের মুহূর্তগুলিকে ধরে রাখতে ইনস্টাগ্রাম রিক্যাপ রিল তৈরি করা যায়।
advertisement
advertisement
ইনস্টাগ্রাম রিল তৈরি করার জন্য প্রচুর উপায় রয়েছে। এর জন্য প্রথমে হোম স্ক্রিনে শপিং বাটন এবং সার্চ বাটনের মাঝে থাকা রিলসের বাটনটি ক্লিক করতে হবে। তারপরে স্ক্রিনের উপরের ডানদিকে ফটো আইকনে ক্লিক করতে হবে।
রিল তৈরির সময় স্ক্রিনের নিচের ডান দিকে সোয়াইপ করতে হবে, এখানে ব্যবহারকারীরা রিলের বিষয় বর্ণনার জন্য চারটি ন্যারেশনের অপশন পাবেন, আর্টিস্ট অ্যান্ড প্রডিউসার ব্যাড বানি, ডিজে অ্যান্ড প্রডিউসার ডিজে খালিদ, র্যাপার অ্যান্ড প্রডিউসার বাদশা, স্ট্রেঞ্জার থিংস স্টার প্রিয়া ফার্গুসন।
advertisement
একবার টেমপ্লেট নির্বাচন করে নেওয়ার পর ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে দেওয়া ক্লিপের সঙ্গে নিজের পছন্দের ক্লিপটি রিপ্লেস করে নিতে হবে। এর পর সবচেয়ে কাজ হল যাঁরা ছবির পরিবর্তে ভিডিও আপলোড করতে চান তাঁদের ছবি নির্বাচনের সময় ভিডিও অপশনটি নির্বাচন করতে হবে এবং তারপর Recents অপশনটি নির্বাচন করতে হবে।
একবার ছবি নির্বাচনের পর ভিডিওতে ক্লিক করলেই আপনাআপনি ইনস্টাগ্রাম রিল তৈরি হয়ে যাবে।
advertisement
আরও পড়ুন- গেমপ্রেমীদের জন্য সুখবর! ১৬ জিবি র্যাম ও Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ এল এই স্মার্টফোন!
view commentsএবারে ইনস্টাগ্রাম রিল তৈরি হয়ে গেলে ইনস্টাগ্রামে থাকা শেয়ার অপশনে ক্লিক করে ২০২২ রিক্যাপ ভিডিও শেয়ার করা যেতে পারে। ব্যবহারকারীরা তাঁদের পছন্দ অনুযায়ী ভিডিওর কভার এডিট করতে পারেন, ইচ্ছে হলে ভিডিওতে কিছু মেসেজও লেখা যেতে পারে। তারপর কাছের বন্ধু বা প্রিয় মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করা যেতে পারে।
Location :
First Published :
December 29, 2022 8:10 PM IST