Google Pay-র ট্রানজাকশন হিস্টরি কি মুছে ফেলা সম্ভব? জেনে নিন আপনাকে কী করতে হবে

Last Updated:

এটা Google Pay অ্যাপ মারফত করা যায়, আবার ব্রাউজার থেকেও করা যায় । কীভাবে, দেখে নেওয়া যাক ধাপে ধাপে।


Google Pay-র ট্রানজাকশন হিস্টরি কি মুছে ফেলা সম্ভব? জেনে নিন আপনাকে কী করতে হবে
Google Pay-র ট্রানজাকশন হিস্টরি কি মুছে ফেলা সম্ভব? জেনে নিন আপনাকে কী করতে হবে
ক্যাশলেস ট্রানজাকশনের প্রসঙ্গ উঠলে UPI-ভিত্তিক Google Pay যে বিশ্বজুড়ে ইউজারদের ভরসা, তা স্বীকার করতেই হয়। তবে ট্রানজাকশন হিস্টরি ইউজারদের নিরাপত্তার অন্তরায়ও হয়ে উঠতে পারে। ফলে, কেউ চাইলে তাঁর Google Pay ট্রানজাকশন হিস্টরি সহজেই মুছে ফেলতে পারেন। এটা Google Pay অ্যাপ মারফত করা যায়, করা যায় ব্রাউজার থেকেও। কীভাবে, দেখে নেওয়া যাক ধাপে ধাপে।
অ্যাপ থেকে মোছার উপায়:
– Google Pay অ্যাপ ওপেন করে Profile সেকশনে যেতে হবে।
advertisement
– স্ক্রল ডাউন করেআসতে হবে Settings-এ, সেখান থেকে বেছে নিতে হবে Privacy & Security।
– Data & Personalization-এ ট্যাপ করতে হবে। এবার বেছে নিতে হবে Google Account পেজে যাওয়ার জন্য গুগল অ্যাকাউন্টের লিঙ্কে ট্যাপ করতে হবে।
advertisement
– Payments & Subscriptions হয়ে আসতে হবে Payment Info-তে, ট্যাপ করতে হবে Manage Experience-এ।
– Payments Transactions & Activity-র মধ্যে সব ট্রানজাকশনের তালিকা খুঁজে পাওয়া যাবে।
– একটা একটা করে ট্রানজাকশন মুছতে চাইলে সেগুলোর পাশের ক্রস বাটনে ট্যাপ করতে হবে।
advertisement
– একসঙ্গে অনেকগুলো মুছতে চাইলে Delete অপশন বেছে নিতে হবে।
– এবার যেগুলো মোছা দরকার, তা সিলেক্ট করলে অ্যাপ থেকে সেই ট্রানজাকশন হিস্টরি উধাও হয়ে যাবে।
ডেস্কটপ থেকে মোছার উপায়:
advertisement
– Google Account-এ যেতে হবে, ক্লিক করতে হবে Payments & Subscriptions-এ।
– স্ক্রল ডাউন করে আসতে হবে Payment Info-তে, ক্লিক করতে হবে Payments Transactions & Activity।
– এখানে ট্রানজাকশনের তালিকা খুঁজে পাওয়া যাবে, চাইলে একটা একটা করে মুছে ফেলা যায়।
– একসঙ্গে অনেকগুলো মুছতে চাইলে Delete অপশন বেছে নিতে হবে।
advertisement
– এবার যেগুলো মোছা দরকার, তা সিলেক্ট করলে অ্যাপ থেকে সেই ট্রানজাকশন হিস্টরি উধাও হয়ে যাবে।
ব্যাক আপ নেওয়ার উপায়:
মোছার আগে চাইলে ট্রানজাকশন হিস্টরির ব্যাক আপ নেওয়া যায়। এক্ষেত্রে গুগল পে অ্যাকাউন্ট ডেটা এক্সপোর্টের উপায়টাও দেখে রাখা যাক।
advertisement
– মোবাইল বা ডেস্কটপের ব্রাউজার খুলে Google Account-এ যেতে হবে।
– Data & Privacy সেকশনে আছে Download Your Data, ওটায় ক্লিক করতে হবে।
– Google Pay সিলেক্ট করে Next Step-এ ক্লিক করতে হবে।
– ট্রান্সফার মেথড, এক্সপোর্ট ফ্রিকোয়েন্সি, ফাইল টাইপ, ফাইল সাইজ এগুলো নিজের প্রয়োজনমতো বেছে নিয়ে Create Export-এ ক্লিক করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Pay-র ট্রানজাকশন হিস্টরি কি মুছে ফেলা সম্ভব? জেনে নিন আপনাকে কী করতে হবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement