ফোনে ভুলবশত কোনও নম্বর মুছে ফেলেছেন? ফিরে পাবেন কীভাবে, জেনে নিন
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Smartphone: কেউ যদি কনট্যাক্ট সিঙ্কিং চালু থাকা একটি Google অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে ৩০ দিনের মধ্যে ডিলিট করে ফেলা কনট্যাক্ট দ্রুত পুনরুদ্ধার করা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এটি কীভাবে করা যাবে।
কলকাতা: দুর্ঘটনাক্রমে একটি গুরুত্বপূর্ণ পরিচিত নম্বর ডিলিট করে ফেলা হতাশাজনক হতে পারে। তবে আধুনিক স্মার্টফোন এবং ক্লাউড প্রযুক্তির সঙ্গে হারিয়ে যাওয়া কনট্যাক্ট পুনরুদ্ধার করা আগের চেয়ে অনেক বেশি সহজ।
কেউ যদি কনট্যাক্ট সিঙ্কিং চালু থাকা একটি Google অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে ৩০ দিনের মধ্যে ডিলিট করে ফেলা কনট্যাক্ট দ্রুত পুনরুদ্ধার করা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এটি কীভাবে করা যাবে।
আরও পড়ুন- WhatsApp-এ শীঘ্রই বড় বদল! ভেরিফায়েড ব্যাজ নিয়ে বিরাট খবর, কারা এই সুবিধে পাবেন
Google Contacts App ব্যবহার করে –
advertisement
advertisement
– নিজেদের Android ফোনে Google Contacts অ্যাপ ওপেন করতে হবে।
– নিচের ডানদিকে অবস্থিত Organize অপশনে যেতে হবে।
– এরপর Trash অপশনে ক্লিক করতে হবে।
– এরপর তালিকায় থাকা নিজেদের ডিলিট করা কনট্যাক্ট খুঁজে নিতে হবে। এটি মুছে ফেলার সময় এবং ডিভাইসের নাম দেখাবে।
– এরপর contact name অপশন বেশি সময় ধরে ক্লিক করে রাখতে হবে। এরপর উপরের ডান কোণে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে এবং Recover অপশন সিলেক্ট করতে হবে।
advertisement
UNDO CHANGES ফিচার ব্যবহার করে –
– Google Contacts অ্যাপ ওপেন করতে হবে।
– উপরের ডানদিকের কোণে profile আইকনে ক্লিক করতে হবে।
– এরপর Contact সেটিংস সিলেক্ট করতে হবে।
– এরপর নিচে থাকা Undo changes অপশনে ক্লিক করতে হবে।
– কেউ যদি একাধিক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে থাকেন, তাহলে যে কনট্যাক্ট পুনরুদ্ধার করতে চান সেই অ্যাকাউন্টটি নির্বাচন করতে হবে।
advertisement
– পুনরুদ্ধারের সময় বেছে নিতে হবে (১০ মিনিট, ১ ঘন্টা, ১ দিন, ১ সপ্তাহ, বা ৩০ দিন পর্যন্ত)।
– এরপর Confirm অপশনে ক্লিক করতে হবে।
PHONE SETTINGS অ্যাপ ব্যবহার করে –
– নিজেদের ফোনের সেটিংস অ্যাপ ওপেন করতে হবে।
– এরপর নিচে স্ক্রল করতে হবে এবং Google সিলেক্ট করতে হবে।
advertisement
– এরপর All services সিলেক্ট করতে হবে এবং তারপর Backup & restore অপশন খুঁজতে হবে।
– এরপর Restore contacts অপশনে ক্লিক করতে হবে।
– যে কনট্যাক্ট পুনরুদ্ধার করতে চান তা সিলেক্ট করতে হবে এবং Restore অপশনে ক্লিক করতে হবে।
– পুনরুদ্ধার করা কনট্যাক্ট সেভ করতে চাইলে restored contacts অপশন সিলেক্ট করতে হবে।
advertisement
GOOGLE CONTACTS-এর ওয়েব সংস্করণ ব্যবহার করে –
– নিজেদের ব্রাউজারে GOOGLE CONTACTS ওপেন করতে হবে।
– এরপর নিজেদের Google অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে।
– এরপর সাইডবার থেকে Bin অপশন সিলেক্ট করতে হবে।
– কনট্যাক্ট প্রোফাইল ছবির উপর হোভার করতে হবে এবং checkmark এনেবল করতে হবে।
– উপরের ডানদিকের কোণে থাকা Recover অপশনে ক্লিক করতে হবে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 16, 2024 8:11 PM IST