Bike Service: বাইক কতদিন অন্তর সার্ভিস করাতে হয়? অনেকেই জানেন না, অকারণে টাকা খরচ করেন!

Last Updated:

Bike Service- আসলে বাইকের পারফরম্যান্স এবং মাইলেজের জন্য সার্ভিসিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ব্যবহারকারী একবারের জন্য সার্ভিসিং মিসও হয়ে যায়, তাহলে আপনার বাইকের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে।

News18
News18
কলকাতা: বহু মানুষ, বিশেষ করে কলেজ পড়ুয়ারা রাজপথ ধরে বাইক ছোটানোর স্বপ্ন দেখে থাকেন। কিন্তু বাইক কেনা কি চাট্টিখানি কথা! ভাল একটা বাইক কিনতে গেলে ভাল পরিমাণ টাকাই খরচ করতে হয়। সব সময় তো আর একসঙ্গে অত টাকা থাকে না। তাই সেই সাধ পূরণ করতেই অনেকে আবার তিলে তিলে টাকা জমান। এভাবেই বহু তরুণ নিজের বাইক কেনার স্বপ্ন পূরণ করেন। আবার এখন বাইক কেনার জন্য ইএমআই-এর বিকল্পও বেছে নেন অনেকে।
তবে বাইক কেনার আগে কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক। কারণ বাইক কেনার পর যদি সঠিক ভাবে যত্ন না করা হয়, তাহলে কিন্তু খরচের উপর খরচ হতে বাধ্য! তাই বাইক কেনার সময় এর যত্নের প্রক্রিয়াগুলি সম্পর্কে ওয়াকিবহাল থাকা জরুরি। যেমন – বাইকের সার্ভিসিংয়ের বিষয়টি সম্পর্কে জেনে রাখা উচিত। আসলে বাইকের পারফরম্যান্স এবং মাইলেজের জন্য সার্ভিসিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ব্যবহারকারী একবারের জন্য সার্ভিসিং মিসও হয়ে যায়, তাহলে আপনার বাইকের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। কিন্তু বছরে কত বার বাইকটি সার্ভিসিং করা উচিত, সেটা অনেকেই জানেন না। তাই আজকের প্রতিবেদনে আমরা সেই প্রসঙ্গেই আলোচনা করে নেব।
advertisement
কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সার্ভিসিং
advertisement
বাইক রানিং বা বাইক চালানো:
ব্যবহারকারী যদি প্রতিদিন ১০০ থেকে ২০০ কিলোমিটার বাইক চালান, তাহলে যে কোনও অবস্থাতেই দুই থেকে তিন মাস অন্তর তাঁর বাইক সার্ভিসিং করা উচিত।
advertisement
ধরা যাক, ব্যবহারকারী একটি স্পোর্টস বাইক বা ক্রুজার বাইক চালাচ্ছেন। যার দৈনিক দৌড় বা ডেলি রানিং ২০০ কিলোমিটারের বেশি এবং বাইকটির ইঞ্জিন ৩০০ সিসি-র উপরে থাকে। তাহলে সেক্ষেত্রে ব্যবহারকারীর এক থেকে দুই মাসের মধ্যে একবার করে অন্তত বাইক সার্ভিসিং করা উচিত।
বছরে কত বার সার্ভিসিং করানো উচিত?
যদি ব্যবহারকারী প্রচুর বাইক চালান, তাহলে বছরে অন্তত ৫ থেকে ৬ বার বাইক সার্ভিসিং করানো উচিত। নাহলে কিন্তু সমস্যা হতে পারে। এমনকী কেউ যদি নিজের বাইকটি অল্প সময়ের জন্যও চালান এবং মাসে মাত্র কয়েক বার বাইক নিয়ে বেরোন, সেক্ষেত্রেও কিন্তু ব্যবহারকারীর বাইকটি বছরে কমপক্ষে তিন বার সার্ভিসিংয়ের জন্য নিয়ে যাওয়া উচিত।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Bike Service: বাইক কতদিন অন্তর সার্ভিস করাতে হয়? অনেকেই জানেন না, অকারণে টাকা খরচ করেন!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement