আজব কাণ্ড! বোনাস দিয়ে আবার কর্মীদের থেকে টাকা ফেরতও চেয়ে নিল হন্ডা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Honda Bonus: এমন কাণ্ড কোনও সংস্থার কর্মীদের সঙ্গে হয়তো ঘটেনি। বোনাস পেয়েও টাকা আবার ফেরত দিতে হল!
#নয়াদিল্লি: বোনাস ঢুকল অ্যাকাউন্টে। কোম্পানিই দিয়েছিল। আবার কোম্পানি সেই বোনাসের টাকার কিছুটা ফেরতও চাইল। কোনও সংস্থার কর্মীদের সঙ্গে আজ পর্যন্ত এমন হয়েছে কি না সন্দেহ!
বোনাস প্রাপ্তি যে কোনও সংস্থার কর্মীদের কাছে একটি চমৎকার অনুভূতি। বেতনের বাইরে কিছুটা বাড়তি অর্থ পেলে কার না ভাল লাগে! তবে জনপ্রিয় অটোমোবাইল সংস্থা হন্ডা-র কর্মীদের মনের অবস্থা হয়তো এখন বেশ খারাপ।
আরও পড়ুন- Flipkart বিগ বিলিয়ান ডে'জ সেলে ৩০ হাজার টাকার কমে ৫টি দুর্দান্ত স্মার্টফোন
জাপানি এই সংস্থা কর্মীদের থেকে বোনাস-এর টাকা ফেরত চেয়েছে। বেশিরভাগ কর্মচারীকে এবার ভাল বোনাস দিয়েছিল হন্ডা। ফলে কর্মচারীরাও বেজায় খুশি হয়েছিলেন। তবে সেই খুশির প্রহর বেশিক্ষণ স্থায়ী হল না। কোম্পানি কর্মীদের কাছ থেকে বোনাসের টাকা আবার ফেরতও চেয় নিল।
advertisement
advertisement
একটি রিপোর্ট অনুযায়ী, জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থা তাদের মেরিসভিল, ওহাইও কারখানার কর্মীদের কাছে একটি মেমো পাঠিয়ে ব্যাখ্যা করেছে যে কোম্পানি নির্ধারিত বোনাসের পরিমাণের চেয়ে বেশি অর্থ দিয়ে ফেলেছে। বোনাসের কিছুটা টাকা কর্মীদের ফেরত দিতে বলা হয়েছে। আরও বলা হয়েছে, কর্মচারীরা এই নির্দেশে সাড়া না দিলে অর্থ স্বয়ংক্রিয়ভাবে তাদের বেতন থেকে কেটে নেওয়া হবে।
advertisement
হন্ডা দাবি করেছেস, এটি আইনত ন্যায়সঙ্গত ছিল। কিন্তু কত বোনাস দেওয়া হয়েছিল কর্মীদের! কর্মীদের কত টাকাই বা ফেরত দিতে বলা হয়েছে! তা প্রকাশ করতে অস্বীকার করে সংস্থা।
আরও পড়ুন- স্পিড লিমিট না মানলে বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্স! সাহায্য করবে গুগল ম্যাপ
এই মাসের শুরুতে কর্মীদের বোনাস দিয়েছিল। কেউ কেউ অতিরিক্ত বোনাস পেয়েছিলেন। ২২ সেপ্টেম্বরের মধ্যে কর্মীদের বাড়তি অর্থ কোম্পানিকে ফেরত দিতে বলা হয়েছিল। তা না হলে পরের মাসে বেতন থেকে কর্মীদের টাকা কেটে নেওয়া হবে বলেও জানিয়েছিল হন্ডা।
Location :
First Published :
September 21, 2022 11:37 PM IST