Homecare Tips: কোন মাপ বা সাইজের টিভি আপনার ঘরের জন্য সঠিক, বুঝবেন কী করে? জানুন সহজ টিপস
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Homecare Tips: কেমন টিভি ঘরের জন্য মানানসই, তা বের করার একটা সূত্র আছে। চট করে জেনে নিন
TV: কে কোন মাপের টিভি কিনবেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। এটা সবার প্রথমে স্বীকার না করে নিলেই নয়। টাকা যিনি দিচ্ছেন, তাঁর একটা পছন্দ বা অপছন্দ বলে ব্যাপার থাকবে না! আসলে, ঘর এবং তার সঙ্গে মানানসই টিভির স্ক্রিনের মাপের প্রশ্নটা উঠছে অন্য কারণে। আমরা চাইলেই যত খুশি টাকা খরচ করে বড়সড় স্ক্রিনের এক টিভি বাড়িতে নিয়ে এসে দেওয়ালে ইনস্টল করাতেই পারি। কিন্তু, তার পরেও যে সেই টিভি দেখতে ভাল লাগবে, তার কোনও মানে নেই।
অনেকে আবার বসার ঘরে একটা বড় টিভি রেখে অন্য ঘরে একটা ছোট টিভি রাখেন। সেই ছোট টিভি দেখাটাও কিন্তু সব সময়ে আনন্দদায়ক নাও হতে পারে। স্ক্রিন ছোট, এটা আসলে ব্যাপার নয়। ওর চেয়ে ছোট মোবাইল ফোনের স্ক্রিনেও তো আমরা কত কী দেখি, এখানে অসুবিধা অন্য জায়গায়।সেটা চোখের ওপরে চাপ পড়ার জায়গা। বড় টিভি হলেও তা হতে পারে, ছোট টিভি হলেও তা হতে পারে। আসলে, আমাদের ঘরের মাপের ওপরে ভিত্তি করে যদি টিভির স্ক্রিন বাছা হয়, তাহলেই তা ঠিক থাকে, বলছেন কেনসিংটন, এমডি-র এক আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ফার্ম ডিজাইনড হ্যাপির প্রতিষ্ঠাতা টি জে মোনাহান।
advertisement
advertisement
তাঁর মতে, কেমন টিভি ঘরের জন্য মানানসই, তা বের করার একটা সূত্র আছে। যে দেওয়ালে টিভি ইনস্টল করা হবে আর যেখানে বসে দেখা হবে, তার মাঝের দূরত্ব মেপে নিয়ে তা ফুট থেকে ইঞ্চিতে পরিবর্তন করে নিতে হবে। তার পরে ভাগ করতে হবে ২ দিয়ে। অর্থাৎ যে দেওয়ালে টিভি ইনস্টল করা হবে আর যেখানে বসে দেখা হবে, তার মাঝের দূরত্ব যদি ১২০ ইঞ্চি হয়, তাহলে টিভির মাপ হওয়া উচিত ৬০ ইঞ্চি। এছাড়াও বলছেন মোনাহান, টিভি যতটা সম্ভব দূর থেকে বসে দেখাই ভাল, তাতেই দেখার মজা বাড়বে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2024 11:11 PM IST