দোলে বাইক বা গাড়ি নিয়ে বেরোবেন? রঙ পড়লে কী হবে! কীভাবে বাঁচবেন শুনুন

Last Updated:

Cars to save during Holi: আসলে খেলার সময় রঙ এসে যদি বাইক কিংবা গাড়িতে লাগে, তা হলে তো ক্ষতি হতে পারে। কিন্তু এর থেকে বাঁচার উপায় কী? তা হলে কি দোলের দিন গাড়ি বা বাইক নিয়ে বেরনো যাবে না! বেরোলো কী কী সাবধানতা অবলম্বন করতে হবে দেখে নিন।

কলকাতা: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই রঙের উৎসবে মেতে উঠবে গোটা দেশ। নানা রঙের আবির কিংবা জলে গুলে নেওয়া রঙ নিয়েই চলবে হোলি খেলা।
বেশিরভাগ মানুষের কাছে এটা আনন্দ ঠিকই, কিন্তু অনেকের কাছে এটা একটা দুঃস্বপ্নের মতো! বিশেষ করে যাঁদের গাড়ি কিংবা বাইক রয়েছে, তাঁদের ক্ষেত্রে তো বটেই। হোলি এলেই যেন তাঁদের মাথাব্যথা বেড়ে যায়।
আসলে খেলার সময় রঙ এসে যদি বাইক কিংবা গাড়িতে লাগে, তাহলে তো ক্ষতি হতে পারে। কিন্তু এর থেকে বাঁচার উপায় কী? আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক কী করণীয় আর কী করণীয় নয়।
advertisement
advertisement
সম্ভব হলে ক্লোজড কোনও এলাকায় গাড়ি পার্ক করে রাখা উচিত। বিশেষ করে যেখানে হোলি খেলা হবে কিংবা মানুষের জমায়েত হবে, সেই সব জায়গায় গাড়ি রাখা চলবে না।
কভারের ব্যবহার:
দূরে কোথাও কিংবা ক্লোজড জায়গায় গাড়ি পার্ক করা না গেলে গাড়ির কভার ব্যবহার করা উচিত। এতে হোলির রঙের হাত থেকে গাড়িকে সুরক্ষিত রাখা সম্ভব। এমন ভাবে গাড়ি ঢাকা দিতে হবে, যাতে গাড়ির কোনও অংশ বাইরে না বেরিয়ে থাকে।
advertisement
সিটের জন্য প্লাস্টিক কভার:
হোলির সময় গাড়িতে চেপে কোথাও বেরোতে হলে সিটের জন্য প্লাস্টিকের কভার ব্যবহার করা উচিত। এতে কেউ রঙ ছুড়লে কিংবা জামাকাপড়ে লেগে থাকা রঙ থেকে গাড়ির সিট ক্ষতিগ্রস্ত হবে না।
পার্মানেন্ট রঙ নয়:
হোলি খেলার সময় পার্মানেন্ট কালার ব্যবহার করা যাবে না। এটা ত্বক ও চুলের জন্য অত্যন্ত বিপজ্জনক। সেই সঙ্গে গাড়ির রঙের জন্যও বিষয়টা একেবারেই নিরাপদ নয়।
advertisement
আরও পড়ুন- দেশে লঞ্চ হল Samsung Galaxy A35 5G, Galaxy A55 5G! জানুন সমস্ত খুঁটিনাটি
কড়া রাসায়নিক বা ডিটারজেন্ট নয়:
হোলি খেলতে গিয়ে গাড়িতে রঙ লেগে গেলেও তা পরিষ্কার করার জন্য কড়া রাসায়নিক কিংবা কড়া ডিটারজেন্ট ব্যবহার করা চলবে না। এর পরিবর্তে বরং সাধারণ জল এবং মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করে গাড়ি পরিষ্কার করে নেওয়া উচিত।
advertisement
মদ্যপান করে গাড়ি চালানো উচিত নয়:
হোলির দিনের হুল্লোড়ে অনেকেই মদ্যপান করেন। কিন্তু মদ্যপান করে গাড়ি চালানো কখনওই উচিত নয়। এতে দুর্ঘটনার আশঙ্কা অনেকাংশে বৃদ্ধি পায়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দোলে বাইক বা গাড়ি নিয়ে বেরোবেন? রঙ পড়লে কী হবে! কীভাবে বাঁচবেন শুনুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement